For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বুড়ো' গেইল আর ওয়াটসনকে ছেড়ে কি হাত কামড়াচ্ছেন বিরাট

ক্রিস গেইল ও শ্যেন ওয়াটসন। এঁদের দুজনের কাউকেই আরসিবি নেয়নি। বুড়ো বলে একপ্রকার বাদ দিয়েছে। আর এই অভিজ্ঞ দুই খেলোয়াড়ই বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

বুড়ো হাড়ে ভেলকি বোধহয় একেই বলে। ক্রিস গেইল ও শ্যেন ওয়াটসন। এবছরের আইপিএলে প্রথম দুই শতরানকারী ব্যাটসম্যান। একনজের বয়স ৩৮, অন্যজন ৩৬। ক্রিকেট জীবনের সায়াহ্নে এসেও আইপিএলে ব্যাট হাতে বোলার শাসন করছেন দুজনে। এবং করছেন একেবারে অবলীলায়।

বুড়ো গেইল আর ওয়াটসনকে ছেড়ে কি হাত কামড়াচ্ছেন বিরাট

কাকতালীয়ভাবে গত দুটি মরশুমে দুজনেই আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। আর এবার নিলামে এঁদের দুজনের কাউকেই আরসিবি নেয়নি। বুড়ো বলে একপ্রকার বাদ দিয়েছে। আর এই অভিজ্ঞ দুই খেলোয়াড়কেই তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব। এবং এই মরশুমের শুরু থেকেই ভেলকি দেখাচ্ছেন দুজনে।

ক্রিস গেইল মাত্র ২টি ম্যাচে নেমে ১৬৭ গড় ও ১৭৩.৯৫ স্ট্রাইক রেটে ১৬৭ রান করে ফেলেছেন। এর মধ্যে একটি রয়েছে ১০৪ রানের অপরাজিত ইনিংস। এদিকে শ্যেন ওয়াটসন ৪ ম্যাচ খেলে ১৭৫ রান করেছেন ৪৩.৭৫ গড়ে ১৭৬.৭৬ স্ট্রাইক রেটে। এছাড়া ৬টি উইকেটও নিয়েছেন।

দুজনেই নিজের নিজের দলকে ভরসা জুগিয়ে চলেছেন কেরিয়ারের সায়াহ্নে এসেও। তাই দুজনের সফল হওয়ার পরে প্রশ্ন উঠছে, আরসিবি কি দুজনকে ছেড়ে ভুল করল? ২০১৬-১৭ মরশুমে আরসিবি-তে খেলেছেন গেইল-ওয়াটসন দুজনেই। কেউই ভালো খেলতে পারেননি।

২০১৬ মরশুমে ওয়াটসন আরসিবি-র হয়ে ১৬ ম্যাচে ১৭৯ রান করেন ১৩.৭৬ গড়ে। তবে বল হাতে ২০টি উইকেট নিয়েছিলেন। আর ২০১৭ সালে ৮ ম্যাচ খেলে ৭১ রান করেন। গতবছরে উইকেট নেন মাত্র ৫টি।

এদিকে গেইলও আরসিবি-র হয়ে ২০১৬-১৭ মরশুম ভালো খেলেননি। ২০১৬ সালে ১০ ম্যাচে করেন ২২৭ রান। ২০১৭ সালে ৯ ম্যাচে করেন মাত্র ২০০ রান। ফলে এবছর দুই বুড়ো খেলোয়াড়কে বাদ দিয়েই দল গড়ে আরসিবি। তবে এই সিদ্ধান্ত যে এমন ব্যুমেরাং হয়ে ফিরে আসবে তা বোধহয় বিরাট কোহলি বা টিম ফ্র্যাঞ্চাইজি বুঝতে পারেননি।

English summary
Has RCB made mistake in IPL auction by not bidding for Chris Gayle and Shane Watson
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X