For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত দিদির উদ্দেশ্যে আবেগঘন পোস্ট হর্ষলের, অসহায় ভাইয়ের খোলা চিঠি পড়ে চোখের জল আটকানো কঠিন

প্রয়াত দিদির উদ্দেশ্যে আবেগঘন পোস্ট হর্ষলের, অসহায় ভাইয়ের খোলা চিঠি পড়ে চোখের জল আটকানো কঠিন

Google Oneindia Bengali News

এই মুহূর্তে কেরিয়ারের সোনালি অধ্যায়ে রয়েছে হর্ষল প্যাটেল। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে জার্সিতে দুরন্ত পারফরম্যান্স রাতারাতি তারকা করে দিয়েছে হর্ষলকে। গত বছর বেগুনি টুপি জয়ী এই পেসার, বর্তমানে ভারতীয় দলের সদস্য।

প্রয়াত দিদির উদ্দেশ্যে আবেগঘন পোস্ট হর্ষলের, অসহায় ভাইয়ের খোলা চিঠি পড়ে চোখের জল আটকাতে কঠিন

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভবনা প্রবল। বিগত দুই বিছরে জীবনটা অনেকটাই বদলে গিয়েছে হর্ষলের। সাফল্যর সরণিতে অন্তহীন পথ হাঁটার শপথ নিয়ে এগিয়ে চলেছেন তিনিও. কিন্তু এরই মধ্যে সাইক্লোনের মতো তাঁর মনকে তছনছ করে দিল তাঁর দিদির মৃত্যু সংবাদ।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরই হর্ষল জানতে পারেন তাঁর দিনি আর বেঁচে নেই। দিদির প্রয়াণের খবর পাওয়া মাত্রই ব্যাঙ্গালোরের শিবির ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন হর্ষল। তবে, চেন্নাই ম্যাচের আগে দলের শিবিরে যোগ দেন তিনি। দিদির প্রয়াণের এক সপ্তাহ পর তাঁর উদ্দেশ্যে এক আবেগঘন পোস্ট করলেন ২০২১ আইপিএল-এর শীর্ষ উইকেট সংগ্রহকারী।

IPL 2022: রাজস্থান ম্যাচে একাধিক নজির তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স, রইল বিস্তারিত তথ্যIPL 2022: রাজস্থান ম্যাচে একাধিক নজির তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স, রইল বিস্তারিত তথ্য

ইনস্টাগ্রামে দিদির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "দিদি তুমিই ছিলেন আমাদের জীবনের সব থেকে হাসি-খুশি এবং কোমল হৃদয়ের মানুষ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চওড়া হাসি নিয়ে সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছ। দেশে ফেরার আগে তোমার সঙ্গে যখন আমি হাসপাতালে ছিল তুমি আমায় বলেছিলে তোমার কথা না ভেবে আমার খেলার উপর ফোকাস রাখতে। সেই কথাগুলোই আমায় ফিরে এসে মাঠে নামতে সাহায্য করেছে।"

প্রয়াত দিদির উদ্দেশ্যে আবেগঘন পোস্ট হর্ষলের, অসহায় ভাইয়ের খোলা চিঠি পড়ে চোখের জল আটকানো কঠিন

তাঁর আরও সংযোজন, "তোমার স্মরণে এবং সম্মানে এটা আমি করতে পেরেছিলাম। আমি সেই সবই করব যা তোমায় আমার জন্য গর্বিত করবে। আমার জীবনের প্রতিটা মুহূর্তে তোমার অভাব অনুভব করব। তোমায় অত্যন্ত ভালবাসি আমি। শাস্তিতে ঘুমাও।"

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধা তাঁর দল হারলেও দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরেছে আরসিবি। যার ফলে লিগ টেবলের তৃতীয় স্থানে উঠে এসেছে ফাফ ডু প্লেসিসের দল। আইপিএল পয়েন্ট টেবলের প্রথম তিন দলই রয়েছে আট পয়েন্টে। শুধু নেট রান রেটের বিচারে দলের অবস্থানের তফাৎ।

English summary
Harshal Patel emotional note in memory of her elder sister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X