For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে প্রথমবার এই কীর্তি কোনও বোলারের! আজকের রাতটি মনে রাখবেন হর্ষল

Google Oneindia Bengali News

মুম্বইয়ের ইনিংসের নবম ওভারের পর স্ট্র্যাটেজিক টাইম আউটে যখন 'টিম হার্ডেল' হচ্ছিল, তখন হয়ত, বিরাট কোহলি হয়তে ভেবে থাকলেও থাকতে পারেন, টসে জিতে ফিল্ডিং করাটা কি ঠিক সিদ্ধান্ত ছিল? কারণ, তখন ক্রিস লিন এবং সূর্যকুমার যাদব যেভাবে ব্যাট করছিলেন, তাতে ২০০-র কাছাকাছি একটি স্কোরে পৌঁছনর স্বপ্ন দেখতে শুরু করেছিল মুম্বই। তবে মুম্বইয়ের সব স্বপ্ন ওলটপালট করে দেয় হর্ষল প্যাটেল। পাঁচ উইকেট টি-২০তে অনেকেই নিয়েছে। কিন্তু আইপিএলের ১৪ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও বোলার মুম্বইয়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন।

Harshal Patel becomes first bowler to take 5 wickets against Mumbai Indians in an IPL Match

এদিন হর্ষল প্যাটেলের শিকার হন ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া এবং মার্কো জেনসেন। এদিন হর্ষল প্যাটেলের বিধ্বংসী বোলিংয়ে সামনে মাথা নত করতে বাধ্য হয় মুম্বই। ৪ ওভারে এদিন তিনি ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর বোলিংয়ের ফলে ইনিংসের শেষ চার ওভারে তারা মাত্র ২৫ রান করতে সক্ষম হয় মুম্বই। এর জেরে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৯ রানেই শেষ হয়ে যায় রোহিত ব্রিগেড।

ইনিংস শেষে বিরতির সময় ধারাভাষ্যকারদের প্রশ্নের জবাবে হর্ষল বলেন, 'আমি যখন ১৬ ওভারে বল করতে আসি তখন বল হালকা ভিতরের দিকে সুইং করতে শুরু করেছিল। আমি এই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছি। মুম্বই বড় দল সবসময় বিপক্ষের দিকে তো আর তাকিয়ে থাকা যায় না। নিজের পরিকল্পনাকেও বাস্তবায়িত করতে হয়। শুরু থেকেই এটা ঠিক ছিল যে আমাকে ডেথ ওভারে ২ ওভার বল করতে হবে। সৌভাগ্যক্রমে আমি একটি ওভারেই তিনটে উইকেট পেয়ে যাই। এই প্রথমবার আমি টি-২০ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করলাম। আমি ১০০টা ম্যাচ খেলেছি। মুম্বইয়ের বিরুদ্ধে এভাবে কামব্যাক করতে পেরে ভালো লাগছে। এটা ব্যাটিং উইকেট। কিন্তু পেসাররাও এই উইকেট থেকে সাহায্য় পেতে পারেন।'

English summary
হর্ষল প্যাটেলের শিকার হন ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া এবং মার্কো জেনসেন। এদিন হর্ষল প্যাটেলের বিধ্বংসী বোলিংয়ে সামনে মাথা নত করতে বাধ্য হয় মুম্বই। ৪ ওভারে এদিন তিনি ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর বোলিংয়ের ফলে ইনিংসের শেষ চার ওভারে তারা মাত্র ২৫ রান করতে সক্ষম হয় মুম্বই
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X