For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোলে-২ শীঘ্রই আসছে, হার্দিক-ধোনি যেন জয়-বীরু! ভাইরাল পোস্টে কি নতুন ফিল্মের বার্তা?

হার্দিক পাণ্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি বাইকে বসে রয়েছেন শোলের জয়-বীরু পোজে। ক্যাপশনে লেখা শোলে-২ শীঘ্রই আসছে, ভাইরাল পোস্ট।

  • |
Google Oneindia Bengali News

শোলে ২ আসছে। হার্দিক পাণ্ডিয়ার এই ক্যাপশনওয়ালা পোস্ট এখন রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন ভারতের টি ২০ অধিনায়ক। যেখানে দেখা যাচ্ছে হার্দিক পাণ্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি বাইকে বসে রয়েছেন ঠিক অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর মতো। জয়-বীরুর বিখ্যাত সেই গান 'ইয়ে দোস্তি'-কে মনে করাচ্ছে হার্দিকের পোস্ট করা ছবিটি।

হার্দিক-ধোনি যেন জয়-বীরু

হার্দিক-ধোনি যেন জয়-বীরু

হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভারতীয় দলের হয়ে খেলাই হোক, কিংবা আইপিএলে হার্দিক ও ধোনিকে এক ফ্রেমে পাওয়া গিয়েছে অনেকবার। ভারতীয় ক্রিকেট মহলে তাঁরা বাস্তবিকই শোলের জয়-বীরু। হার্দিক পাণ্ডিয়ার ভারতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই সেই সম্পর্ক ক্রমেই উন্নত ও নিবিড় হয়েছে। দুজনের রেসিংয়ে অংশগ্রহণের ভিডিও আগেই ভাইরাল হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির জন্মদিনের পার্টিতেও হার্দিককে সিগার হাতে দেখা গিয়েছিল।

ভাইরাল পোস্ট

হার্দিক পাণ্ডিয়া রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে কাল ভারতকে নেতৃত্ব দেবেন। গতকালই মহেন্দ্র সিং ধোনির শহরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তারপরই টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে ভারতের বর্তমান টি ২০ অধিনায়ককে এক ফ্রেমে এবং জয়-বীরু পোজে দেখতে পেয়ে যারপরনাই আপ্লুত ভারতীয় ক্রিকেট-ভক্তরা। হার্দিক ক্যাপশনে লিখেছেন, শোলে-২ শীঘ্রই আসছে। যদিও তেমন কোনও ছবি আসার সম্ভাবনা নেই। ক্যাপশনের সঙ্গে হাসির ইমোজি দিয়ে হার্দিক যে মজাই করেছেন সেটা বোঝাই যাচ্ছে। পোস্টটি করার ঘণ্টা দুয়েকের মধ্যে শিখর ধাওয়ান-সহ ১৮ লক্ষের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী এটি লাইক করেছেন।

এমএসডির বাড়িতেই?

ধোনির বিলাসবহুল বাড়িতে সংগ্রহে প্রচুর গাড়ি ও বাইক রাখা আছে। রাঁচিতে দল নিয়ে পৌঁছনোর পর হার্দিক সেখানেই যান বলে মনে করা হচ্ছে। আজ ভারত ও নিউজিল্যান্ডের অনুশীলন রয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা টি ২০ দলে নেই। রাহুল ত্রিপাঠী, দীপক হুডারা প্রথম একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে।

রাঁচি পয়া ভারতের জন্য

ভারতীয় দল রাঁচিতে পৌঁছনোর পর তাঁদের সেখানকার রীতি ও ঐতিহ্য মেনে স্বাগত জানানো হয়। ২০১৬ থেকে ২০২১ অবধি রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে তিনটি টি ২০ আন্তর্জাতিক হয়েছে। ভারত জিতেছে তিনটিতেই। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৬৯ রানে, এরপর ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেট ও ২০২১ সালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।

(ছবি- হার্দিক পাণ্ডিয়ার ইনস্টাগ্রাম)

English summary
Hardik Pandya's Sholay 2 Coming Soon Post Gone Viral. India's T20 Captain Was Seen Posing As Riding A Bike With Dhoni.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X