For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের আগে কি ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে?

আইপিএলের আগে কি ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে?

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে। অন্তত তেমনটাই বিসিসিআই সূত্রে খবর। অর্থাৎ আইপিএলের আগেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরতে চলেছেন ভারতীয় অল-রাউন্ডার।

মার্চের শেষে আইপিএল

মার্চের শেষে আইপিএল

এখনও পর্যন্ত খবর, আগামী মার্চের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে এই মরশুমের আইপিএল। সেই টুর্নামেন্টে যে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবেই, তা নিশ্চিত বলা যেতে পারে। তবে তাঁর আগে হার্দিককে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে কিনা, সেই প্রশ্নই ঘুরছে দেশের ক্রিকেট মহলে।

অক্টোবরে অস্ত্রোপচার

অক্টোবরে অস্ত্রোপচার

গত বছরের অক্টোবরে ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার পিঠে অস্ত্রোপচার হয় লন্ডনে। ডিসেম্বরে তিনি ভারতে ফিরে আসেন। তার কিছুদিন পর থেকেই ফিটনেস ট্রেনিং শুরু হয় হার্দিক পাণ্ডিয়ার। জানুয়ারির শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে হার্দিক টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। পান্ডিয়াকে নিউজিল্যান্ডগামী ভারতীয় এ দলে নির্বাচনও করা হয়। কিন্তু ফিটনেসের অভাবে সেই দল থেকে বাদ পড়েন হার্দিক।

নেটে বল করছেন পান্ডিয়া

নেটে বল করছেন পান্ডিয়া

সূত্রের খবর, এরই মাঝে ফের লন্ডনে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর পিঠের যে স্থানে অস্ত্রোপচার হয়েছে, সেটি খতিয়ে দেখেন ডাক্তাররা। তাঁরা ভারতীয় অল-রাউন্ডারকে ফিট সার্টিফিকেট দিয়েছেন বলে সূত্রের খবর। সেখান থেকে ফিরে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিংয়ে অংশ নিয়েছেন হার্দিক পান্ডিয়ার। সেখানকার নেটে তাঁকে পুরনো ছন্দে বোলিং করতে দেখা গিয়েছে বলে খবর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কামব্যাক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কামব্যাক

সবকিছু ঠিক থাকলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হয়তো খেলবেন হার্দিক পান্ডিয়া। সেই সিরিজকে পাখির চোখ করেই পান্ডিয়া প্রস্তুতি সারছেন বলে জানা গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার ভারত সফর

দক্ষিণ আফ্রিকার ভারত সফর

ভারতে তিনটি ওয়ান ডে খেলবে দক্ষিণ আফ্রিকা। ১২ মার্চ হিমাচলপ্রদেশের ধর্মশালার মাঠে দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ হবে। ১৫ মার্চ দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে লখনৌ-র একানা ক্রিকেট স্টেডিয়ামে। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় ওয়ান ডে হবে ১৮ মার্চ।

English summary
Hardik Pandya will return to the national side before IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X