For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির থেকে পাওয়া শিক্ষাই কাজে লাগাতে চান অধিনায়ক হার্দিক

ধোনির থেকে পাওয়া শিক্ষা-ই কাজে লাগাতে চান অধিনায়ক হার্দিক

Google Oneindia Bengali News

চোট এবং অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে দীর্ঘ দিন দূরে হার্দিক পান্ডিয়া। আসন্ন আইপিএল-কেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন জুনিয়ার পান্ডিয়া। আইপিএল-এর নতুন ফ্রাঞ্চাইজি আহমেদাবাদের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে হার্দিককে।

 ধোনির থেকে পাওয়া শিক্ষা-ই কাজে লাগাতে চান অধিনায়ক হার্দিক

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আইপিএল-এ স্বমহিমায় ফিরে নির্বাচকদের নজরে আসাই এখন তাঁর প্রধান লক্ষ্য। বিশ্বকাপকে পাখির চোখ করে তৈরি হচ্ছেন হার্দিক। আইপিএল-এর মঞ্চকে কাজে লাগিয়ে ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চান তিনি।

সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত ২০২১ টি-২০ বিশ্বকাপে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। তারপর রিহ্যাবে পাঠানো হয় হার্দিককে। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সেরিজে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সুযোগ পাননি। এরপর শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জুনিয়র পাণ্ডিয়ার একমাত্র লক্ষ্য আইপিএল। সেখানেই নিজেকে নতুন করে ফিরে পেতে চান। এখান থেকেই আবার জাতীয় দলের জার্সির জন্য দাবি জানাতে চান ভারতের অলরাউন্ডার।

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, "আমার লক্ষ্য টি-২০ বিশ্বকাপের সময় ফর্মের তুঙ্গে থাকা। সেভাবেই এগোচ্ছি। দেশের হয়ে বিশ্বকাপ জেতাই আমার লক্ষ্য। আমার কাছে এখন এটা একটা নেশার মতো। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য আইপিএলই আদর্শ মঞ্চ।"

ব্যাটিং-এর মতো দীর্ঘদিন বল হাতেও স্বাভাবিক ছন্দে দেখা যায়নি তাঁকে। অলরাউন্ডার পান্ডিয়াকে আসন্ন বিশ্বকাপে ভারত পাবে কি না জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দলকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি। কিন্তু এবার আমি শারীরিক এবং মানসিকভাবে তৈরি হয়েই ফিরতে চাই। পাশাপাশি পরিবারকেও সময় দিতে হত। জৈব বলয়ে দীর্ঘদিন কাটানোয় একটা মানসিক ক্লান্তি চলে এসেছিল। সেটা দূর করার ছিল।"

এই বারই প্রথম অধিনায়ক হিসেবে দেখা যাবে তাঁকে। জানিয়ে দিয়েছেন পূর্বতন ভারত অধিনায়ক ধোনির থেকে শিক্ষা নিয়েই ফ্রাঞ্চাইজি দলকে নেতৃত্ব দেবেন তিনি। হার্দিকের কথায়, "আমি যেসব অধিনায়কদের অধীনে খেলেছি, তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে মাহি ভাই। আমাকে স্বাধীনভাবে খেলতে দিয়েছে। সেই শিক্ষা নিয়েই আমি নামব।"

হার্দিকের দল এখনও দলের নাম ঠিক করেনি, একই সঙ্গে প্রকাশ করেনি টিমের লোগও। এই দিক থেকে আহমেদাবাদের সঙ্গে আইপিএল-এ দশম দল হিসেবে স্থান পাওয়া লখনউ গত কালই প্রকাশ করেছে নিজেদের লোগো। নিজেদের দলের নামও ঘোষণা করে দিয়েছে তারা।

English summary
Hardik Pandya wants to implement captaincy knowledge that he earned while playing for India team. Hardik also wants to to get back his position in national after performing well in forthcoming IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X