For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নটরাজনের অভিষেক তরুণদের অনুপ্রেরণা দেবে: হার্দিক

নটরাজনের অভিষেক তরুণদের অনুপ্রেরণা দেবে: হার্দিক

  • |
Google Oneindia Bengali News

দেশের জার্সিতে অভিষেকে প্রথম ম্যাচেই নজর কাড়লেন টি নটরাজন। মরুশহরে আইপিএল ২০২০তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের রাইজিং স্টার হিসেবে বাঁ-হাতি পেসার শিরানামে উঠে এসেছিলেন। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার তথা সানরাইজার্সের অধিনায়ক থেকে অনেকেই নটরাজনের ইয়র্কারের প্রশংসা করেন। ডেথ ওভারে তাঁর বোলিং সর্বত্রই প্রশাংসা কুড়োয়। এবার দেশের জার্সিতে প্রথম ওডিআইয়ে বিষাক্ত ইয়র্কারের ঝলক দেখা গেল।

কটি উইকেট পেলেন নটরাজন

কটি উইকেট পেলেন নটরাজন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ১০ ওভারে ৭০ রান খরচ করলেও মার্নাস লাবুসানে ও স্লগ ওভারে বিধ্বংসী হয়ে ওঠা অ্যাস্টন আগারকে আউট করেন নটরাজন। লাবুসানের মতো প্রতিভাবান ডানহাতিতে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খোলেন নটরাজন।

টি-২০ সিরিজে এবার নজরে নটরাজন

টি-২০ সিরিজে এবার নজরে নটরাজন

ডনের দেশে ভারতের হয়ে টি-২০ সিরিজে রয়েছেন নটরাজন। সাইনির ব্যাকআপ হিসেবে ওডিআই দলে সুযোগ পেয়ে তৃতীয় ওডিআইয়ে দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ আসে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নজরে নটরাজন। ২৯ বছর বয়সে দেশের হয়ে ক্রিকেটে হাতেখড়ির পর, নটরাজনের সামনে এবার টি-২০ চ্যালেঞ্জ। শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামছে ভারত। আইপিএলের পারফর্ম্যান্সের পর এবার টি-২০তে নটরাজনের দিকে নজর থাকবে।

দলে বাঁ-হাতি পেসারের অভাব পূরণ করতে পারেন নটরাজন

দলে বাঁ-হাতি পেসারের অভাব পূরণ করতে পারেন নটরাজন

আসন্ন ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ। সেই দলে বাঁ-হাতি পেসারের অভাব রয়েছে। অজি সফরে আগামী দিনে টি-২০ সিরিজে বল হাতে সফল হলে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার জন্য দাবি তুলতে পারেন নটরাজন।

নটরাজনকে নিয়ে হার্দিকের প্রশংসা

নটরাজনকে নিয়ে হার্দিকের প্রশংসা

অন্যদিকে হার্দিকের গলায় এদিন নটরাজনকে নিয়ে প্রশংসার সুর। তামিলনাড়ুর সালেমের অনামী গ্রাম চিন্নাপমপত্তি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নটরাজনের অভিষেকের জার্নি, দেশের তরুণ ক্রিকেট প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে হার্দিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন।

ওয়ান ডে সিরিজে প্রথম ২ ম্যাচ হেরে শেষ মোকাবিলা জয়ের নজির কতবার গড়েছে ভারতওয়ান ডে সিরিজে প্রথম ২ ম্যাচ হেরে শেষ মোকাবিলা জয়ের নজির কতবার গড়েছে ভারত

English summary
Hardik Pandya says Natarajan is quite an inspiration with the background he’s come from
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X