For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে ধামাকা আমেদাবাদের! তিন তারকার নামই চূড়ান্ত, হার্দিক-রশিদের প্রাপ্তিযোগ চমকে দেবে

Google Oneindia Bengali News

আইপিএলে সর্বাধিক তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার সময়সীমা ২২ জানুয়ারি। তার আগে আইপিএলে নবাগত আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে ফেলল তিন তারকার নাম। আর তাতে ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনাও। কোচিং স্টাফেও চমক দেখাচ্ছে সিভিসি ক্যাপিটাল পার্টনার্স তথা ইরেলিয়া কোম্পানি পিটিই লিমিটেড।

তিন ক্রিকেটার চূড়ান্ত

তিন ক্রিকেটার চূড়ান্ত

সূত্রের খবর, আমেদেবাদ ইতিমধ্যেই যে তিন ক্রিকেটারের নাম চূড়ান্ত করে ফেলেছে তাঁরা হলেন হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান ও শুভমান গিল। জানা গিয়েছিল, আইপিএলের নিলাম থেকে ফের গিলকে তুলে নেওয়ার পরিকল্পনা করছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই পরিকল্পনা ধাক্কা খেল। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও হেড কোচ হিসেবে আশিস নেহরা, মেন্টর হিসেবে গ্যারি কার্স্টেনকে নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়ে গিয়েছে। কোচিং স্টাফে থাকবেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার বিক্রম সোলাঙ্কি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পর এই প্রথম এই তিনজন একসঙ্গে কোনও আইপিএল দলে কোচিং করাবেন।

কার পিছনে কত খরচ?

কার পিছনে কত খরচ?

পুরানো ৮টি দলের পাশাপাশি নতুন দুটি দলও ক্রিকেটারদের নেওয়ার জন্য সর্বাধিক ৯০ কোটি টাকা খরচ করতে পারবে। তবে বাকি দলগুলি চারজন করে ক্রিকেটার রেখে দেওয়ার সুযোগ পেলেও লখনউ ও আমেদাবাদের সামনে সর্বাধিক তিনজনেক বেছে নেওয়ার সুযোগ রয়েছে। প্রথম ক্রিকেটারের জন্য ১৫ কোটি, দ্বিতীয় ও তৃতীয় প্লেয়ারের জন্য যথাক্রমে ১১ কোটি ও ৭ কোটি খরচের সীমারেখা বেঁধে দেওয়া হয়েছিল।

তিন তারকার প্রাপ্তি

তিন তারকার প্রাপ্তি

যদিও জানা যাচ্ছে, হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করবে আমেদাবাদ, তিনি পাবেন ১৫ কোটি। রশিদ খানকেও ১৫ কোটি টাকা দিয়ে নেওয়া হবে। শুভমান গিল পাবেন ৭ কোটি টাকা। এই প্রথম আইপিএলে কোনও দলের অধিনায়ক হতে চলেছেন কোনও ভারতীয় অলরাউন্ডার। হার্দিক ও রশিদ প্রথমবার আইপিএল একই দলের হয়ে খেলবেন। রশিদ ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে, হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে। রশিদকে ২০১৭ সালে ৪ কোটিতে নেওয়ার এক বছর পর তাঁকে ৯ কোটি টাকায় রেখে দেয় সানরাইজার্স। ফলে রশিদও আইপিএলে বড় অঙ্কের অর্থ পেতে চলেছেন। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স শুভমান গিলকে নিয়েছিল ১.৮ কোটি টাকায়। সেই অঙ্ক এবার বাড়ল কয়েক গুণ।

হার্দিকের লাফ

হার্দিকের লাফ

২০১৫ সালে আনক্যাপড হার্দিককে নেওয়া হয়েছিল ১০ লক্ষ টাকায়। ২০১৮ সালের মধ্যেই দেশের সেরা অলরাউন্ডার হিসেবে হার্দিক নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলায় ওই বছরের নিলামে দ্বিতীয় পছন্দ হিসেবে তাঁকে ১১ কোটি টাকায় রেখে দেয় মুম্বই। এরপর দুটি মরশুমে হার্দিক ২৯টি ম্যাচে ৭৬২ রান করেন, উইকেট নেন ৩২টি। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল খেতাবজয়ী মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য হার্দিক। তবে দুটি আইপিএলে বোলার হার্দিককে দেখা যায়নি আইপিএলে।

English summary
Hardik Pandya Rashid Khan And Shubman Gill Are Set To Be A Part Of The Ahmedabad In IPL. After RCB, This Is The Second IPL Franchise Where The Trio Of Nehra, Kirsten And Solanki Will Work Together.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X