For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটে-বলে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সই জয়ের পথে কাঁটা বিছিয়ে দিল কেকেআর-এর

কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া। বলা যায় একার হাতে কলকাতাকে হারিয়ে দিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই ইন্ডিয়ান্সকে গতবছরে আইপিএল জেতানোয় বড় হাত ছিল হার্দিক পান্ডিয়ার। এবছর বল হাতে কার্যকর ভূমিকা নিলেও ব্যাট হাতে সেভাবে দলকে জেতাতে পারেননি হার্দিক। তবে কলকাতা নাইট রাইডার্স ম্যাচকে বেছে নিয়ে ব্যাটে-বলে জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া। বলা যায় একার হাতে কলকাতাকে হারিয়ে দিলেন তিনি। ব্যাট হাতে অপরাজিত ৩৫ রান করার পরে বল হাতে ১৯ রানে ২ উইকেট নেন হার্দিক। এবং স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সই জয়ের পথে কাঁটা হল কলকাতার

এদিন হার্দিক নামেন ম্যাচের দ্বাদশ ওভারে। ততক্ষণে ম্যাচে জাঁকিয়ে বসেছেন কেকেআর বোলাররা। সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা বেশি সুযোগ দিচ্ছেন না। হার্দিক একদিকে কিছুটা আক্রমণাত্মক হলেও অন্যদিকে দাদা ক্রুণাল পান্ডিয়া (১১ বলে ১৪ রান) ও জেপি ডুমিনি (১১ বলে ১৩ রান) স্লগ ওভারে বাউন্ডারি মারতে ব্যর্থ হন।

হার্দিক কিছুটা মারমুখী ব্যাটিং করে ২০ বলে ৩৫ রান করে দলকে ১৮১-তে পৌঁছে দেন। তারপরে বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন হার্দিক। আউট করেন শুভমান গিল ও নীতীশ রানাকে। এছাড়াও স্লগ ওভারে রান আটকে দলের জয়ের পথ প্রশস্ত করেন।

এদিন ২ উইকেট নিয়ে আইপিএল ২০১৮ সালের সর্বোচ্চ উইকেটদাতা হয়ে গিয়েছেন হার্দিক। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ব্যাট হাতে ৩৩.৮০ গড়ে ১৬৯ রান করেছেন। প্লে-অফে মুম্বই উঠতে পারলে এবারও হার্দিক তুরুপের তাস হয়ে উঠতে পারেন।

English summary
Hardik Pandya steals the show with his all round performance against Kolkata Knight Riders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X