For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আমেদাবাদের অধিনায়ক হতে পারেন ভারতের তারকা অলরাউন্ডার! কেকেআরের নেতৃত্বে কে?

Google Oneindia Bengali News

আইপিএলের নিলাম ফেব্রুয়ারির প্রথম দিকেই আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। তবে করোনা পরিস্থিতিতে তা পিছিয়েও যেতে পারে। আইপিএলে ভারতে হবে, নাকি সংযুক্ত আরব আমিরশাহীতেই নিয়ে যাওয়া হবে, সেটা চূড়ান্ত হবে নিলামের পরেই। বোর্ডসূত্রে তেমনই খবর, তবে বিসিসিআই কর্তারা ভারতেই আইপিএল আয়োজন করতে চাইছেন। চিন্তামুক্ত হয়ে গিয়েছে আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিও।

দল গঠনের উদ্যোগ

দল গঠনের উদ্যোগ

আমেদাবাদের আইপিএল দলের মালিকানা নিয়েছে সিভিসি ক্যাপিটাল। এই সংস্থার বেটিংয়ে বিনিয়োগ থাকার অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখতে কমিটি গড়েছিল বিসিসিআই। সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরেই আইপিএলে অংশগ্রহণের জন্য সিভিসি ক্যাপিটালের মালিকানাধীন আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে লেটার অব ইনটেন্ট দিয়েছে বোর্ড। আইনি জটিলতা কাটতেই টিম ম্যানেজমেন্ট গঠনে জোরকদমে নেমে পড়েছে আমেদাবাদ।

হার্দিক ক্যাপ্টেন!

হার্দিক ক্যাপ্টেন!

আশিস নেহরাকে হেড কোচ, বিক্রম সোলাঙ্কিকে ডিরেক্টর অব ক্রিকেট ও গ্যারি কার্স্টেনকে মেন্টর নিয়োগ করেছে আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। সূত্রের খবর, হার্দিক পাণ্ডিয়াকেই আমেদাবাদ দলটিকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। আপাতত ঠিক রয়েছে ১১ ও ১২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতেই হবে আইপিএলের নিলাম। তার আগে দুই ভারতীয় ও এক বিদেশির নাম চূড়ান্ত করে ফেলবে আমেদাবাদ। হার্দিক পাণ্ডিয়ার দলে খেলতে দেখা যেতে পারে ঈশান কিষাণকে। মুম্বই ইন্ডিয়ান্সের এই দুই তারকাকে নেওয়ার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদে খেলা আফগানিস্তানের তারকা রশিদ খানের দিকে হাত বাড়িয়েছে আমেদাবাদ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রশিদ খানের সঙ্গে লখনউয়ের কথাবার্তা চললেও ফেভারিট আমেদাবাদই।

কেকেআরে শ্রেয়স?

কেকেআরে শ্রেয়স?

শ্রেয়স আইয়ারকে নিলাম থেকে তুলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। আর তা হলে শ্রেয়সকেই অধিনায়ক করতে পারে কেকেআর। দিল্লি ক্যাপিটালস শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে। শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএল ফাইনালও খেলেছে, তবে ঋষভ পন্থের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস প্লে অফ থেকেই বিদায় নিয়েছে। আমেদাবাদ ও লখনউয়ের নজরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও রাহুল চাহারও।

লখনউয়ে রাহুল

লখনউয়ে রাহুল

লোকেশ রাহুলই হতে চলেছেন লখনউয়ের অধিনায়ক। রশিদ খানকে না পেলে বাকি যে দুই ক্রিকেটারকে লখনউ পেতে আগ্রহী তাঁরা হলেন মার্কাস স্টইনিস ও কাগিসো রাবাডা।

আইপিএল মুম্বইয়ে?

আইপিএল মুম্বইয়ে?

এদিকে, এবারের গোটা আইপিএল মুম্বইয়ে আয়োজন করার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত ৫ জানুয়ারি বিসিসিআইয়ের অন্তর্বর্তী সিইও তথা আইপিএলের সিওও এ ব্যাপারে কথা বলেছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাটিলের সঙ্গে। এরপর শরদ পওয়ারের বাসভবনে গিয়েও তাঁরা কথা বলেছেন এই বিষয়ে। জানা গিয়েছে, পওয়ার সবুজ সঙ্কেত দিয়েছেন। চলতি সপ্তাহে বা দিন দশেকের মধ্যে বিসিসিআই ও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা মুম্বইয়ে আইপিএল আয়োজন নিয়ে বৈঠক করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে। জৈব সুরক্ষা বলয় তৈরি করে দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা হবে, ক্রিকেটার ও অফিসিয়ালদের নিয়মিত করোনা পরীক্ষা হবে বলেও ঠিক করে রেখেছে বোর্ড। ফলে সরকারও আপত্তি করবে না বলেই আশাবাদী বিসিসিআই।

English summary
BCCI Considering To Host The Entire IPL 2022 In Mumbai. Hardik Pandya May Lead The Ahmedabad Team. Shreyas Iyer May Lead Kolkata Knight Riders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X