For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিকের চোখ বিশ্বকাপে, প্রস্তুতিতে খুশি পাণ্ডিয়া জানালেন কামব্যাকের কঠিন লড়াইয়ের কথা

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের পর বেশ কয়েক মাস চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল। আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেন। প্রথমবার আইপিএল খেলতে নামা গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেন ব্যাট-বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। এরপর ভারতীয় দলে কামব্যাক করেও দক্ষিণ আফ্রিকা সিরিজে আইপিএলের ছন্দ ধরে রাখারই ইঙ্গিত দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক জানালেন, কামব্যাকের পথে কঠোর পরিশ্রম এবং আগামী লক্ষ্যের কথা।

ছন্দে হার্দিক

ছন্দে হার্দিক

হার্দিক মনে করছেন, চলতি বছর টি ২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ সুযোগ অপেক্ষা করে রয়েছে। হার্দিক দিল্লি ম্যাচে ১২ বলে অপরাজিত ৩১ রান করে অপরাজিত ছিলেন। তাঁর এই ইনিংস ভারতকে ২১১ রান তুলতে সাহায্য করেছিল। ভারত হেরে গেলেও অলরাউন্ডার হার্দিকের প্রত্যাবর্তন ভারতীয় দলের পক্ষে ইতিবাচক বলে উল্লেখ করেন সুনীল গাভাসকর। আনরিখ নরকিয়াকে লং অফের উপর দিয়ে যেভাবে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির বাইরে পাঠান সেই দৃষ্টিনন্দন শটের প্রশংসা করেন সানি। হার্দিক বলেন, আমিও ভারতীয় দলে ফিরতে পেরে উত্তেজিত। দেশের হয়ে খেলা সব সময়ই স্পেশ্যাল। বিরতির পর ফ্রেশ হয়ে খেলতে নামার সুযোগ পেয়ে আমি সেটাই করতে চাই যার জন্য বিগত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। দেশের হয়ে ভালো খেলা আমাকে আনন্দ দেয়, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পাখির চোখ বিশ্বকাপ

পাখির চোখ বিশ্বকাপ

আইপিএলে ব্যাটিং অর্ডারে উপরে ব্যাট করলেও ভারতীয় দলে তিনি ফিনিশার হিসেবে যে ভরসা দিতে পারবেন দিল্লি ম্যাচে তা দেখিয়েছেন হার্দিক। কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়াদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে থেকে। হার্দিকের কথায়, প্রতিটি ম্যাচ বা প্রতিটি সিরিজই একজন ক্রিকেটারের কাছে গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা, তার জন্য প্রস্তুতির ভালো মঞ্চ এই সিরিজ। পরপর খেলা যেমন থাকবে, তেমনই ছন্দ ধরে রাখতে হবে। এই সিরিজ নিজেকে মেলে ধরার দারুণ সুযোগ। আমার ভূমিকা বদলাবে। আমি অধিনায়কত্ব করব না, ব্যাটিং অর্ডারে উপরের দিকেও আসব না। কিন্তু হার্দিক যে সবের জন্য পরিচিত, সে সবই হবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে।

কীভাবে কেটেছে কয়েক মাস?

কীভাবে কেটেছে কয়েক মাস?

হার্দিক এই সাক্ষাৎকারে বলেছেন, আমার কামব্যাকের আগে অনেকে অনেক কথা বলেছেন। আমি তাঁদের কোনও উত্তর দিতে চাই না। যে প্রক্রিয়া ধরে এগিয়েছি সেজন্য আমি গর্বিত। গত ছয় মাসে আমি কী করেছি, তা কেউই জানেন না। রোজ ভোর পাঁচটায় উঠতাম অনুশীলনের জন্য। আবার বিকেল চারটে থেকে অনুশীলন করেছি। খেয়াল রাখতাম যেন পর্যাপ্ত বিশ্রামও পাই। চার মাস ধরে রাত সাড়ে ৯টায় ঘুমোতে গিয়েছি।

নিজের সঙ্গে লড়াই

নিজের সঙ্গে লড়াই

হার্দিকের কথায়, অনেক স্বার্থত্যাগ করতে হয়েছে। আইপিএলে নামার আগে লড়াইয়ের যে ফল দেখতে পাচ্ছি তাতে আমি তৃপ্ত। আমি জানি কতটা কঠোর পরিশ্রম করেছি। কী হবে তা নিয়ে মাথা না ঘামিয়ে। সততা ও নিষ্ঠার সঙ্গে এই কঠোর পরিশ্রম করেছি। ফলে যখনই কোনও কিছু স্পেশ্যাল হয় তাতে আমি বেশি উত্তেজিত হই না। অর্থাৎ হার্দিক বুঝিয়ে দিয়েছেন, কামব্যাকের লড়াইটা ছিল যেন নিজের সঙ্গেই। একেকটা হার্ডল পেরিয়ে এবার হার্দিক এগোতে চান স্বপ্নপূরণের দিকে। দেশকে এনে দিতে চান কাঙ্ক্ষিত বিশ্বকাপ।

English summary
Hardik Pandya Is Happy With The Role Of Finisher For India. He Wants To Do Well In World Cups.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X