For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির তালিকায় শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমারের আগে কী কারণে পাঠানো হয়েছিল রাহুলকে, উত্তরে যা বললেন হার্দিক

আইসিসির তালিকায় শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমারের আগে কী কারণে পাঠানো হয়েছিল রাহুলকে, উত্তরে যা বললেন হার্দিক

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৬ রানে হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। বোলারদের ব্যর্থতা এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা ছন্দে না থাকায় ভারতকে হারতে হয়েছে পুনেতে। অক্ষর প্যাটেল এবং সূর্যকুমার যাদবের দাপটে শেষ পর্যন্ত আশা বাঁচিয়ে রাখলেও ভারত কাঙ্খি জয় পায়নি। এই ম্যাচে অর্ধ-শতরান করেন অক্ষর এবং সূর্যকুমার। এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কী কারণে সূর্যকুমারকে না পাঠিয়ে আগে ব্যাটিং করতে পাঠানো হল রাহুল ত্রিপাঠীকে। এর উত্তর ম্যাচের পর দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

সূর্যকুমার যাদবকে রেখে আগে পাঠানো হয় রাহুল ত্রিপাঠীকে:

সূর্যকুমার যাদবকে রেখে আগে পাঠানো হয় রাহুল ত্রিপাঠীকে:

সঞ্জু স্যামসনের পরিবর্তে জাতীয় দলে অভিষেক হওয়া রাহুল ত্রিপাঠী ফিনিশারের দায়িত্ব পালন করবেন হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেলের সঙ্গে এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু তিনি ব্যাটিং করেন ৩ নম্বরে সূর্যকুমারকে ৪ নম্বরে পাঠিয়ে। ব্যাট হাতে মনে রাখার মতো অভিষেক হয়নি রাহুলে। ভারতের জার্সিতে প্রথম ম্যাচে ৫ বলে মাত্র ৫ রান করেন তিনি।

রাহুলকে তিন নম্বরে ব্যাটিং করানোর নেপথ্যে হার্দিকের যুক্তি:

রাহুলকে তিন নম্বরে ব্যাটিং করানোর নেপথ্যে হার্দিকের যুক্তি:

হার্দিক পাণ্ডিয়াকে যখন এই সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, "চার নম্বরে দীর্ঘ সময়ে ভাল খেলেছে সূর্য। রাহুল তিন নম্বরে খেলতে অভ্যস্ত এবং কেউ যখন দলে আসছে তখন আমরা তাঁকে সেই ভূমিকাটাই দিতে চাই যেই ভূমিকা পালন করতে সে স্বচ্ছন্দ। সেই কারণেই ও তিন নম্বরে ব্যাটং করেছে।"

দুর্দান্ত পারফর্ম করেন সূর্যকুমার এবং অক্ষর:

দুর্দান্ত পারফর্ম করেন সূর্যকুমার এবং অক্ষর:

ভারতের টপ অর্ডারে ধস নামলেও মিল অর্ডারের দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ভারতের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। চার নম্বরে ব্যাটিং করা আইসিসি তালিকায় বিশ্বের এক নম্বর টি ২০ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব করেন ৫১ রান এবং অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ৬৫ রান। অক্ষর এবং সূর্যকুমার নিজেদের মধ্যে ৯১ রানের পার্টনারশিপ গড়েন ষষ্ঠ উইকেটে।

শ্রীলঙ্কার ম্যাচের নায়ক অধিনায়ক দসুন শনকা:

শ্রীলঙ্কার ম্যাচের নায়ক অধিনায়ক দসুন শনকা:

শ্রীলঙ্কার এই জয়ের নেপথ্যে সব থেকে বড় অবদান রয়েছে তাদের অধিনায়ক দসুন শনকার। ব্যাট এবং বল উভয় বিভাগেই নিজের ছাপ রেখেন শনকা। ব্যাট হাতে ২২ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শনাক। ২টি চার এবং ৬টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। বল হাতে এক ওভার হাত ঘুরিয়ে ৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ম্যাচের শেষ ওভারে বোলিং করতে এসেছিলেন তিনি। দুই সেট ব্যাটসম্যান অক্ষর প্যাটেল (৬৫) এবং শিবম মাভি'কে (২৬) আউট করেন শনকা।

শুভমান গিল ও অর্শদীপ সিং বাদ পড়তে পারেন রাজকোট ম্যাচে, ভারতের একাদশে আসতে পারেন কারা?শুভমান গিল ও অর্শদীপ সিং বাদ পড়তে পারেন রাজকোট ম্যাচে, ভারতের একাদশে আসতে পারেন কারা?

English summary
Hardik Pandya informs the reason behind sending Rahul Tripathi at No 3 ahead of Suryakumar Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X