For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের মাটিতে দুর্ভেদ্য ভারতের বিশ্বরেকর্ড! হার্দিক চান ধোনির ভূমিকা পালন করতে

দেশের মাটিতে ৫০তম টি ২০ আন্তর্জাতিক জিতে বিশ্বরেকর্ডকে আরও উন্নত করল ভারত। ২৫টি সিরিজে দেশের মাটিতে ভারতকে কেউ হারাতে পারেনি। হার্দিক পাণ্ডিয়া খেলার ধরনে পরিবর্তন এনে মহেন্দ্র সিং ধোনির মতো ভূমিকা পালন করতে চান।

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরে টানা চতুর্থ সিরিজ জিতল ভারত। শুরুটা হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ জয় দিয়ে। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করে মেন ইন ব্লু। কিউয়িদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ অবধি ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও যে অনেকটাই পরিণত হয়েছেন, তারও প্রমাণ মিলছে।

বদলে গিয়েছেন হার্দিক

বদলে গিয়েছেন হার্দিক

হার্দিক পাণ্ডিয়া আগে নেমেই আগ্রাসী ব্য়াটিং করতে পছন্দ করতেন। তবে চাপ সামলে তিনি এখন আরও দায়িত্বশীল ব্যাটার হয়ে উঠেছেন। সিরিজ জেতার পর তিনি বলেন, সত্যি কথা বলতে গেলে আমি সব সময় ছক্কা মারতে ভালোবাসি। কিন্তু ক্রিকেটার হিসেবে বিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। সেটাই জীবন। আমি এমনভাবে খেলতে চাই যাতে অপর প্রান্তের ব্যাটার শান্তভাবে খেলতে পারেন। সতীর্থ-সহ দলকেও সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমার। এই দলে থাকা সকলের চেয়ে আমি বেশি ম্য়াচ খেলেছি। অভিজ্ঞতা থেকে শিখেছি কীভাবে চাপ আত্মস্থ করতে হয়। দলের স্বার্থে খেলার ধরনে পরিবর্তন আনতে নিজের স্ট্রাইক রেট পড়ে গেলেও সমস্যা নেই।

ধোনির মতো ভূমিকা

ধোনির মতো ভূমিকা

হার্দিক আরও বলেন, আমি নতুন ভূমিকা পালনেও প্রস্তুত। এমন ভূমিকা পালন করতে চাই যে মাহি (ধোনি) ভারতীয় দলে থাকাকালীন করতেন। তখন আমার বয়স অল্প ছিল। চালিয়ে খেলতাম। কিন্তু এখন ধোনি নেই। সেই দায়িত্ব এখন আমাকে পালন করতে হবে। স্বাভাবিকভাবেই সেটা আমার কাছে এসেছে এবং আমি সাদরে তা গ্রহণ করেছি। আমরা প্রত্যাশিত ফলও পাচ্ছি। ফলে সব কিছু ঠিকঠাকভাবেই হচ্ছে।

বোলিং ওপেন করা নিয়ে

বোলিং ওপেন করা নিয়ে

হার্দিক এখন টি ২০-তে বোলিং ওপেন করছেন। নিজের এই ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নতুন বলে অর্শদীপের সঙ্গে বল করছি। কেন না, আমি চাই না নতুন কেউ নতুন বলে বল করতে এসে চাপে পড়ে যাক। তাহলে ম্যাচে আমাদেরও সমস্যা হতে পারে। আমি সব সময়ই সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করি। নতুন বলে নিজের দক্ষতাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তা ইতিবাচকই রয়েছে। আপাতত সাদা বলেই তাঁর ফোকাস রাখতে চান হার্দিক।

ভারতের নজির

ভারতের নজির

এদিকে, ভারত ২০১৯ সাল থেকে দেশের মাটিতে টানা ২৫টি সিরিজে অপরাজেয়। ২০১৯ সালের মে মাসে ভারত একদিনের আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ২-৩ ব্যবধানে পরাস্ত হয়েছিল। তারপর থেকে ভারত থেকে কেউ কোনও ফরম্যাটে সিরিজ জিতে ফিরতে পারেনি। ভারত গতকাল দেশের মাটিতে টি ২০ আন্তর্জাতিকে ৫০তম জয়টি ছিনিয়ে নিয়েছে। ঘরের মাটিতে সর্বাধিক টি ২০ আন্তর্জাতিক জেতার এই নজির আরও নেই। দেশের মাটিতে নিউজিল্যান্ড ৪২টি, দক্ষিণ আফ্রিকা ৩৭টি, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ৩৬টি করে টি ২০ আন্তর্জাতিক জিতেছে।

English summary
Hardik Pandya Believes He Has Evolved As Cricketer And Ready To Play Role Like MS Dhoni. India Have Won 25 Consecutive Series At Home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X