For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে নিলামে হার্দিক পান্ডিয়া ও অর্জুন তেন্ডুলকরের সামগ্রী

করোনা যুদ্ধে নিলামে হার্দিক পান্ডিয়া ও অর্জুন তেন্ডুলকরের সামগ্রী

  • |
Google Oneindia Bengali News

করোনা লড়াইয়ে পাশে থাকতে ঘরের মাঠ লর্ডসে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ের জার্সি নিলাম করেছেন জস বাটলার। বাংলাদেশে ঠিক তেমন দুই প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান বিশ্বকাপের ব্যাট ও মুশফিকুর রহিম টেস্টে দুশো হাঁকোনা ব্যাট নিলাম করেন। এবার হার্দিক পান্ডিয়া ও অর্জুন তেন্ডুলকরের ক্রিকেট সামগ্রী করোনা যুদ্ধে নিলামে উঠতে চলেছে।

এক ক্রিকেটভক্তের কাহিনি

এক ক্রিকেটভক্তের কাহিনি

ক্রিকেটভক্ত শিবম ঠাকুর করোনা যুদ্ধে সংকটের মধ্যে থাকা মানুষদের চিকিৎসা ও অনান্য প্রয়োজনে অর্থ সংগ্রহে ভারতীয় অলরাউন্ডার হার্দিক ও ক্রিকেটঈশ্বর সচিন পুত্র অর্জুনের ক্রিকেট কিট নিলামে তুলতে চলেছেন।

ক্রিকেট থেকে শুটিং

ক্রিকেট থেকে শুটিং

নয়ডার ক্রিকেটভক্ত শিবম ঠাকুর নিজে ক্রিকেটার হতে চেয়েছিলেন। অনূর্ধ্ব-১১ ক্রিকেটে দিল্লি, উত্তর প্রদেশের হয়ে খেলেছেন। ২০১৩ সালে উত্তরপ্রদেশের হয়েও ক্রিকেট খেলেন শিবম। দেশের জার্সিতে একদিন সবুজ ঘাসে ছুট লাগিয়ে বোলিং করার স্বপ্ন দেখতেন শিবম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দুবছর শয্যাশায়ী হওয়ার পর জোরে বোলার হওয়ার স্বপ্ন চুরমার হয়।কেরালায় ক্রিকেট ক্যাম্পে গিয়ে বাঁ-হাঁটুতে লিগামেন্ট ছিঁডে় যাওয়ার কারণে ডাক্তাররা তাঁকে না দৌড়ানোর পরামর্শ দেন। এরপর ক্রিকেট ছেড়ে শুটিংয়ে কেরিয়ার গড়েন শিবম।

শুটিংয়ে সাফল্য

শুটিংয়ে সাফল্য

১০ মিটার এয়ার পিস্তলে ভারত-শ্রীলঙ্কা আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ২০১৮ থেকে শুরু করে ইন্দো-মালায়েশিয়া চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন শিবম। ১৭ বছরের শুটার ইতিমধ্যে দেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতা থেকে দুটি সোনা ও একটি রুপোর পদক জিতেছেন তিনি।

পান্ডিয়া কানেকশন

পান্ডিয়া কানেকশন

শিবম ঠাকুর জানিয়ছেন, 'ক্রিকেট জীবনে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে নেটে বল করেছেন। হার্দিক আমায় অনুপ্রেরণা দিয়েছিল। দেশের জার্সিতে মিডিয়াম পেসার হিসেবে খেলার যোগ্যতা রয়েছে বলে জানিয়েছিল। ঐ প্রস্তুতির সময়ই ভালোবেসে হার্দিক আমায় ব্যাটিং প্যাড উপহার দেন।'

অর্জুন তেন্ডুলকর কানেকশন

অর্জুন তেন্ডুলকর কানেকশন

এভাবেই নেটে বোলিং করার সময় সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ। অর্জুন ব্যাটের গ্রিপ উপহার দিয়েছিল বলে শিবম ঠাকুর জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে দেশের মানুষের জন্য সেই সব ক্রিকেট সরঞ্জামই নিলামে তুলতে চলেছেন তিনি।

এই কারণে আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারছে না বিসিসিআইএই কারণে আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারছে না বিসিসিআই

English summary
Hardik Pandya and Arjun Tendulkar's cricket kits to be auction for Fight against Corona Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X