For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ২৫ কোটি, অক্ষয়কে 'রিয়াল লাইফ হিরো' বলে কুর্নিশ হার্দিকের

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ২৫ কোটি, অক্ষয়কে 'রিয়াল লাইফ হিরো' বলে কুর্নিশ জানালেন হার্দিক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে বিপুল অর্থের অনুদান দিয়ে সাহায্য করা অভিনেতা অক্ষয় কুমারকে 'রিয়াল লাইফ হিরো' বলে কুর্নিশ জানালেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। অক্ষয় কুমারের কীর্তিতে গর্বিত হয়েছেন তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্নাও।

করোনার প্রভাব ও লকডাউন

করোনার প্রভাব ও লকডাউন

ভারতে ক্রম প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ২৪ জন। আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। আগামী এক সপ্তাহ পরিস্থিতি আরও কঠিন হওয়ার সম্ভাবনায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। মারণ ভাইরাসের চেন ভাঙতে দেশব্যাপী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ডাক দেওয়া হয়েছে। তাতে ব্যাপক সাড়া মিলিছে বলা চলে। ক্রিকেটার থেকে সেলেব্রিটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকে।

অক্ষয় কুমারের অনুদান

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিক সেবামূলক তহবিল তৈরি করেছে কেন্দ্র। সেই তহবিলে ২৫ কোটি টাকার অনুদান জমা করেছেন বলিউড অভিনেতা তথা সুপারস্টার অক্ষয় কুমার। টুইটারে তিনি লিখেছেন, এখন দেশ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নাগরিকদের জীবন বহুমূল্য।

হার্দিক পান্ডিয়ার কুর্নিশ

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্রকে একলপ্তে ২৫ কোটি টাকা দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। তাতে মুগ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যে অক্ষয়ই তাঁর 'রিয়াল লাইফ হিরো'। ভারতীয় সুপারস্টারকে শ্রদ্ধা নিবেদন করেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার।

টুইঙ্কেল খান্নার গর্ব

স্বামী অক্ষয় কুমারের কীর্তি তাঁকে গর্বিত করেছে বলে জানিয়েছেন স্ত্রী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। টুইটারে লিখেছেন, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি অক্ষয় কুমারকে আরও একবার ভাবতে বলেছিলেন। অক্ষয় বলেছিলেন, একটা সময় গিয়েছে, যখন তাঁর কাছে কিছু ছিল না। এখন তিনি সবকিছুর মালিক। এখন যাদের কিছু নেই, তাঁদের সাহায্য করাটা তাঁর কর্তব্য বলে টুইঙ্কেলকে জানিয়েছেন অক্ষয়।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোদীর পাশে সাহয্যের হাত গম্ভীরের,ক্রিকেটারদের মধ্যে দিলেন সবচেয়ে বেশি অর্থকরোনার বিরুদ্ধে লড়াইয়ে মোদীর পাশে সাহয্যের হাত গম্ভীরের,ক্রিকেটারদের মধ্যে দিলেন সবচেয়ে বেশি অর্থ

English summary
Hardik Panday hails Akshay Kumar's 25 crore donations to fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X