For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: হার্দিককে নিয়ে চিন্তা! বিরাট-রোহিতদের আইপিএল অভিযান নিয়ে বিসিসিআইয়ের কী বার্তা?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলে ১৫ জন সদস্যের মধ্যে ৬ জনই রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। বিশ্বকাপে যে সব ক্রিকেটার দেশের হয়ে নামবেন তাঁদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে পৌঁছে গেল বিসিসিআইয়ের বার্তা। কিছু ক্রিকেটারের ফর্ম নিয়ে যেমন চিন্তা থাকছে, তেমনই হার্দিক পাণ্ডিয়া আজ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ খেলতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। হার্দিকের ফর্ম ও ফিটনেস নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিরাট-রোহিতদের আইপিএল অভিযান নিয়ে বিসিসিআইয়ের কী বার্তা?

আইপিএলের দ্বিতীয়ার্ধের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। তবে আজ কলকাতা নাইট রাইডার্স ম্যাচে তিনি ফের দলকে নেতৃত্ব দিচ্ছেন। চারটি চারের সাহায্যে ৩০ বলে ৩৩ রানও করেছেন। আজকের ম্যাচে রোহিত-সহ টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলে থাকা ৫ জন ক্রিকেটার খেলছেন। হার্দিক প্রথম ম্যাচের আগে অনুশীলনে হাল্কা চোট পেয়েছিলেন। তা পুরোপুরিভাবে না সারা অবধি তাঁকে যে খেলানোর জন্য তাড়াহুড়ো করা হবে না তা আগেই জানিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চলতি আইপিএলের প্রথমার্ধের সাতটি ম্যাচে হার্দিক এক ওভারও হাত ঘোরাননি। ব্যাট হাতে ৭ ম্যাচে করেছেন মাত্র ৫২, সর্বাধিক ১৬। শ্রীলঙ্কা সফরেও তিনটি একদিনের আন্তর্জাতিক ও একটি টি ২০-তে তাঁর রান ছিল মাত্র ২৯। বল হাতে চার ম্যাচে তিন উইকেট পেলেও ভরসা দিতে পারেননি চেনা ছন্দে না থাকায়। ফলে বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরকে উদ্বেগেই রাখছেন হার্দিক।

ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবও আইপিএলের দ্বিতীয়ার্ধে নিজেদের প্রতিভা ও দক্ষতার প্রতি সুবিচার করতে পারেননি। জসপ্রীত বুমরাহ এদিন বোল্ড করেছেন শুভমান গিলকে। গিল ৯ বলে ১৩ রান করেছেন। এরই মধ্যে জানা গিয়েছে, বিসিসিআইয়ের তরফে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধ করা হয়েছে ভারতের যে ক্রিকেটাররা টি ২০ বিশ্বকাপ খেলবেন তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব দিতে। যাতে তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পান সেটা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। বিরাট কোহলি এবারই আইপিএলে শেষবার আরসিবিকে নেতৃত্ব দেবেন। ফলে তিনি কোন ম্যাচে খেলবেন বা কোন ম্যাচে বিশ্রাম নেবেন সেটা তাঁর উপরই ছেড়়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বিসিসিআই আটটি ফ্র্যাঞ্চাইজিকে যে চিঠি দিয়েছে তাতে মনে করা হচ্ছে, ভারতের বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সকলেই আইপিএলের দ্বিতীয়ার্ধের সব ম্যাচে খেলবেন না। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাই দ্রুত প্লে অফ নিশ্চিত করে ফেলতে চাইছে। তাহলে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থরা বিশ্রাম নিতে পারবেন প্লে অফের আগে। প্লে অফে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকাদের বিশ্রাম দেওয়ারও প্রয়োজন পড়বে না। যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সে সবচেয়ে বেশি বিশ্বকাপগামী ক্রিকেটার রয়েছেন ফলে রোহিতের দলের অনেকেই আইপিএলের দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরার সুযোগ পেতে পারেন। যার মধ্যে বড় নাম অবশ্যই অর্জুন তেন্ডুলকর। আইপিএলের সফলতম দল শেষ চারে পৌঁছে গেলে সচিন-পুত্রের আইপিএল অভিষেক হতেই পারে।

English summary
Hardik Pandya Of Mumbai Indians Misses Second Consecutive Matches In IPL Phase 2. BCCI Asks Teams To Manage Workload Of T20 WC-Bound Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X