For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাণ্ডিয়া ভাইদের স্বপ্নপূরণ! আর কোন কোন ভাতৃদ্বয় একসঙ্গে খেলেছেন ভারতের হয়ে, দেখে নিন তালিকা

সীমিত ওভার ক্রিকেটে ভারতের হয়ে একসঙ্গে খেলেছেন এই রকম ভাইদের তালিকা।

  • |
Google Oneindia Bengali News

একমাস আগেই বরোদায় পাণ্ডিয়া পরিবারে নেমে এসেছিল অন্ধকার। বাড়ির ছোট ছেলে মাঠের বাইরে বিতর্কিত ঘটনায় জড়িয়ে অনির্দিষ্টকালের জন্য হয়েছিলেন নির্বাসিত। সেই ঘটনার জের এখনও চলছে, তদন্ত হচ্ছে হার্দিকের বিরুদ্ধে। কিন্তু সেই অন্ধকারের দিনগুলো পার করে বুধবার (৬ ফেব্রুয়ারি) পাণ্ডিয়া পরিবারে এল দারুণ আনন্দের দিন। প্রথমবার ভারতের জার্সিতে একসঙ্গে মাঠে নামলেন দুই ভাই হার্দিক ও ক্রুণাল।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে এই দুই অলরাউন্ডার ভাইকে খেলতে দেখা গিয়েছে। কিন্তু ভারতের জার্সিতে এ আগে এই ঘটনা ঘটেনি। প্রায় বছর দুয়েক আগেই ভারতের হয়ে টি২০আই-তে অভিষেক হয়েছিল হার্দিকের। তারপর একিনের দল ও টেস্টেও নিয়মিত সুযোগ পেয়েছেন। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে টি২০ অভিষেক হয়েছে ক্রুণালের। তারপর অস্ট্রেলিয়াতেও খেলেছেন। কিন্তু সেই সময়ে চোটের কারণে দলের বাইরে ছিলেন হার্দিক। তাই এর আগে ভারতের হয়ে একসঙ্গে দুই ভাইয়ের মাঠে নামা হয়নি।

তবে, এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও ভারতের হয়ে একসঙ্গে দুই ভাইকে খেলতে দেখা গিয়েছে।

ক্যালিফোর্নিয়ায় মোদী

ক্যালিফোর্নিয়ায় মোদী

ক্যালিফোর্নিয়ার সান জোসে এসএপি সেন্টারে ইন্দো-মার্কিন স্টার্ট আপ কানেক্ট ২০১৫-এ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোহিন্দর ও সুরিন্দর অমরনাথ

মোহিন্দর ও সুরিন্দর অমরনাথ

ভারতীয় ক্রিকেটের বিখ্যাত অমরনাথ বংশের দুই ভাই মোহিন্দর ও সুরিন্দর অমরনাথ। হার্দিকের মতোই ছেটভাই মোহিন্দরেরই ভারতীয় দলের হয়ে আগে অভিষেক ঘটেছিল (১৯৭৫)। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সুরিন্দরও। তিনি অবশ্য ভাইয়ের মতো আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। মোহিন্দার ছিলেন জানহাতি ব্যাটিং অলরাউন্ডার, আর সুরিন্দর বাঁ-হাতি ব্যাটসম্যান। সাতের দশকের শেষার্ধে দুজনে একসঙ্গে ৮ টি টেস্টের পাশাপাশি ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন।

হজ দুর্ঘটনা

হজ দুর্ঘটনা

মক্কায় হজযাত্রীদের পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯০। এদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৩৫, জানাল কেন্দ্রীয় সরকার।

ইরফান ও ইউসুফ পাঠান

ইরফান ও ইউসুফ পাঠান

গুজরাতের পাঠান ভাইদের ক্ষেত্রেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশি পরিচিত ২ বছরের ছোট ভাই ইরফান। ২০০৪ সালে তাঁর একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেছিল। তবে বড় ভাই ইউসুফের ভারতীয় দলের হয়ে খেলতে আরও ৪ বছর বেশি সময় লেগেছে। তাঁর অভিষেক হয় টি২০ ম্যাচে। পরে ভারতের হয়ে একদিনের ম্য়াচও খেলেছেন। বাঁ-হাতি বোলিং অলরাউন্ডার ইরফান আর ডানহাতি ব্য়াটিং অলরাউন্ডার ইউসুফ একসঙ্গে ভারতের হয়ে মোট ৮টি ওডিআই ও ৮টি টি২০আই খেলেছেন।

হাউজিং ফর অল

হাউজিং ফর অল

শহুরে অঞ্চলের জন্য "হাউজিং ফর অল (সবার জন্য আবাসন)" নীতি আনতে চলেছে মহারাষ্ট্র সরকার।

হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া

হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া

সীমিত ওভারের ক্রিকেটে আরও একবার দুই ভাই একসঙ্গে খেলতে নামলেন ভারতের হয়ে। একসঙ্গে ভারতের হয়ে এদিন টি২০ ম্যাচ খেলছেন তাঁরা। চলতি সিরিজের বাকি দুটি ম্যাচেও তাঁদের সুযোগ পাওয়া উচিত। হার্দিক ভারতের টেস্ট ও একদিনের দলে থাকলেও, ক্রুণাল আপাতত শুধু টি২০আই-ই খেলেছেন। ডানহাতে ব্যাট করেন ও ডান-হাতি জোরে বোলার। আর ক্রুণাল বাঁ-হাতি ব্যাটসম্যান, সঙ্গে বাঁহাতি স্পিনার।

গণপতি বিদায়

গণপতি বিদায়

কড়া নিরাপত্তার ঘেরাটোপেই গণপতি বাপ্পাকে বিদায় জানাল মহারাষ্ট্র।

চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানী

চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানী

আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে ১৪তম জয় পেলেন পঙ্কজ আদবানী। সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্টকে ১১৬৮ পয়েন্টে হারালেন পঙ্কজ।

বিষমদ

বিষমদ

পূর্ব মেদিনীপুরে বিষমদের জেরে আক্রান্ত বহু। তমলুকের সরকারি হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা চলছে।

English summary
The list of pair of brothers featuring together in limited overs cricket for India. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X