For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ড্রেসিংরুমে ধোনি! নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে খেলবেন শুভমান, অপেক্ষা বাড়ল পৃথ্বীর

কাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। তার আগে ভারতের ড্রেসিংরুমে ঘুরে গেলেন মহেন্দ্র সিং ধোনি। শুভমান গিলই থাকবেন প্রথম একাদশে।

  • |
Google Oneindia Bengali News

কাল রাঁচিতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অবধি হওয়া তিনটি টি ২০ আন্তর্জাতিকের তিনটিতেই জিতেছে ভারত। সর্বশেষ ম্যাচে এখানে নিউজিল্যান্ডকেই ২০২১ সালে ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। কাল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন তারুণ্য নির্ভর ভারত শুরু করবে ফেভারিট হিসেবেই।

নতুন অধিনায়কদের নেতৃত্বে নতুন লড়াই

নতুন অধিনায়কদের নেতৃত্বে নতুন লড়াই

ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা, কিউয়িদের টম লাথাম। কিন্তু টি ২০ সিরিজে দুই দলই নামবে আলাদা অধিনায়কের নেতৃত্বে। ভারতের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড ৮টি টি ২০ আন্তর্জাতিক জিতেছে, একটিতে হেরেছে, একটি পরিত্যক্ত। যদিও এই সাতটি জয় এসেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ফলে আগামী বছরের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে ভারতের বিরুদ্ধে বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে নিউজিল্যান্ড।

ভারতের কম্বিনেশন

ভারতের কম্বিনেশন

ভারত আসন্ন সিরিজে পাচ্ছে না ঋতুরাজ গায়কোয়াড়কে। কব্জির চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন। যদিও এই ওপেনারের পরিবর্ত হিসেবে কাউকে ডাকা হয়নি। এমনিতেই প্রথম একাদশে সুযোগ পাওয়ার ব্যাপারে জোর লড়াই। হার্দিক পাণ্ডিয়া জানিয়ে দিয়েছেন, ওপেনার পৃথ্বী শ-কে সুযোগ পেতে অপেক্ষা করতে হবে। শুভগান গিল যেভাবে খেলছেন তাতে তিনিই কালকের ম্যাচে খেলবেন। সবমিলিয়ে ওডিআইয়ে দ্বিশতরানের দুই মালিকই কাল ইনিংসের গোড়াপত্তন করবেন। স্পিনারের জায়গার জন্য লড়াই কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের।

ভারতের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, উমরান মালিক, অর্শদীপ সিং, কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহাল।

অনভিজ্ঞতা বাধা কিউয়িদের

অনভিজ্ঞতা বাধা কিউয়িদের

লকি ফার্গুসনকে বাদ দিলে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ। বেন লিস্টার, হেনরি শিপলি টি ২০ আন্তর্জাতিক খেলেননি। ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি যথাক্রমে ১৪টি ও ৮টি ম্যাচ খেলেছেন। দলের পক্ষে ভালো খবর, ইশ সোধি ফিট। ট্রেন্ট বোল্ট, টিম সাউদির অনুপস্থিতিতে বেন লিস্টারের অভিষেক হতে পারে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ব্লেয়ার টিকনার, ইশ সোধি, বেন লিস্টার, লকি ফার্গুসন।

হার্দিকদের সাজঘরে ধোনি

আজ ভারতীয় দলের অনুশীলনের সময় হঠাৎই ড্রেসিংরুমে হাজির হন মহেন্দ্র সিং ধোনি। ডাব হাতে নিয়ে তিনি ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিছুক্ষণ কথাও বলেন। যাতে আপ্লুত ভারতীয় ক্রিকেটাররা। বিশেষভাবে নজর কাড়ে লোকাল বয় ঈশান কিষাণের সঙ্গে কিংবদন্তি ধোনির কথোপকথন। ঈশান এই স্টেডিয়ামে ওডিআইয়ে ৯৩ রান করেছিলেন। এবার ঘরের মাঠে খেলবেন প্রথম টি ২০ আন্তর্জাতিক। ১৪ বছর বয়সে ঝাড়খণ্ডের হয়ে খেলতে নামা, মহেন্দ্র সিং ধোনিকে আইডল মেনে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিষাণ। কুলদীপ যাদব ২৩ নম্বর জার্সি পরেন বলে প্রথমে সেই নম্বরের জার্সি পাননি। মায়ের কথায় বেছে নেন ৩২ নম্বর সংখ্যা। কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামার আগে নির্ভীক ক্রিকেট খেলায় বিশ্বাসী কিষাণের মনে পড়ছে ধোনির অটোগ্রাফ নেওয়ার কথা। আজ ধোনির সঙ্গে কথাও বলতে দেখা যায় উত্তম মজুমদারের ছাত্রকে।

English summary
India Will Face New Zealand In The First T20I In Ranchi. Hardik Pandya Confirms Shubman Gill Will Start Ahead Of Prithvi Shaw. MS Dhoni Visits Indian Dressing Room.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X