For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পান্ডিয়া পরিবারে শোকের ছায়া, পিতৃহারা হার্দিক-ক্রুণাল, শোকপ্রকাশ বিরাট কোহলির

পিতৃহারা হার্দিক-ক্রুণাল। শনিবার সকালে হার্দিক-ক্রুণালের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন

  • |
Google Oneindia Bengali News

পান্ডিয়া পরিবারে শোকের ছায়া। পিতৃহারা হার্দিক-ক্রণাল। শনিবার সকালে বাবাকে হারালেন ভারতীয় দুই ক্রিকেটার। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হার্দিক-ক্রুণালের বাবা হিমাংশু পান্ডিয়া প্রয়াত হয়েছেন।

এই মুহূর্তে ক্রুণাল পান্ডিয়া বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে খেলছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি টুর্নামেন্টের জৈব সুরক্ষা থেকে বেরিয়ে এসে বাড়ি ফিরছেন তিনি। বরোদার হয়ে খেলেছিলেন ক্রুণাল।

ক্রিকেট ফ্যানেদের জন্য খারাপ খবর, পিতৃহারা হার্দিক-ক্রুণাল পান্ডিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজ খেলে ২০২০-র শেষেই দেশে ফিরেছেন হার্দিক। অন্যদিকে ক্রুণাল এই মুহূর্তে বরোদা দলকে সৈয়দ মুস্তাক আলিতে নেতৃত্ব দিচ্ছিলেন। সৈয়দ মুস্তাক আলিতে এবছর ২ ইনিংসে ৭৭ রান খরচ করে ক্রুণাল পান্ডিয়া ৪টি উইকেট নিয়েছেন।

বরোদা ক্রিকেট সংস্থার সিইও শিশির হাতাঙ্গাদি সংবাদসংস্থাকে জানিয়েছেন 'পিতৃবিযোগের কারণে ক্রুণাল পান্ডিয়া বায়ো-বাবল ছেড়ে বাড়ি ফিরেছে। এটা ব্যক্তিগত ক্ষতি। বরোদা ক্রিকেট সংস্থা হার্দিক ও ক্রুণালের অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছে।'

হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণে ভারতীয় ক্রিকেটমহলেও শোকের ছায়া। এদিন টুইট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি শোক প্রকাশ করেন।

টুইটে বিরাট লিখেছেন, 'হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণে খবরে মনটা ভারী হয়ে গেল। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ভালো মনের মানুষ, সেই সঙ্গে আড্ডা দিতে ভালোবাসতেন। জীবনকে উপভোগ করতেন, হাসিখুশি মানুষ ছিলেন। এভাবে হঠাৎ চলে গেলেন ভাবতেই পারছি না। হার্দিক-ক্রুণালের দুঃখে আমিও সমব্যথী।'

টুইট করেছেন ইরফান পাঠানও। ভারতের প্রাক্তন অলরাউন্ডার লিখেছেন, 'আজও হার্দিক-ক্রুণালের বাবার সঙ্গে মোতিবাগে আমার প্রথম সাক্ষাৎ মনে পড়ে। পান্ডিয়া পরিবারকে সমবেদনা জানাই যাতে তারা দ্রুত এই আঘাত কাটিয়ে উঠতে পারে।'

English summary
Hardik and Krunal Pandya’s father passed away after cardiac arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X