স্মৃতিমেদুর বিরাটকে আরও ১০ বছর ব্যাটে হাতে দেখতে চান ভাজ্জি
আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সেই আবেগ চেপে রাখতে পারছেন না ভারতীয় ক্রিকেটের আইকন। মনের ভাব প্রকাশ-সূচক বিরাটের স্মৃতিমেদুর দুর্দান্ত পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে অসাধারণ কমেন্ট করেছেন ভারতীয় কিংবদন্তি হরভজন সিং।

বিরাটের পোস্ট
আগামী ১৮ অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করবেন বিরাট কোহলি। সে উপলক্ষ্যে আবেগতাড়িত ভারত অধিনায়ক করোনা ভাইরাসের আবহে সোশ্যাল মিডিয়ায় অনবদ্য পোস্ট করে ভাইরাল হয়েছেন। একই ছবিতে মিশে গিয়েছে তরুণ ও অভিজ্ঞ বিরাট। লিখেছেন, এই ১২ বছরে তিনি অনেক কিছু শিখেছেন। ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তাতে তিনি সম্বৃদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন ভিকে। এটি বিরাটের এক হাজার-তম ইনস্টাগ্রাম পোস্টও বটে।

কী বললেন ভাজ্জি
বিরাট কোহলির পোস্ট করা ছবি দেখে উচ্ছ্বসিত হয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। টিম ইন্ডিয়ার অধিনায়ককে ২০৩০ সাল পর্যন্ত ব্যাট ঘোরানোর শুভেচ্ছাও জানিয়েছেন ভাজ্জি।

বিরাটের অভিষেক
২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। ১৮ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে তথা আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাঁর। শুরুতে কিছুটা নড়বড়ে মনে হলেও ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত আন্তর্জাতিক স্তরে নিজেকে অপরিহার্য বানিয়ে ফেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এরপর আর বিরাট কোহলিকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

বিরাটের কেরিয়ার
৩১ বছরের বিরাট কোহলি ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭, ২৭৯৪ রান করেছেন ভারত অধিনায়ক। তিন ফর্ম্যাট মিলিয়ে ৭০টি শতরানেরও মালিক বিরাট। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪।
পাকিস্তানের ১৯৯৯ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে খুশি ছিলেন না প্রাক্তন অধিনায়ক