For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট ছেড়ে রাজনীতি! হরভজন সিংয়ের কাছে একাধিক দলের প্রস্তাব, ভবিষ্যৎ নিয়ে কীসের ইঙ্গিত?

  • |
Google Oneindia Bengali News

হরভজন সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোন পথে হাঁটবেন তা নিয়ে চলছে নানা জল্পনা। তাঁর সহধর্মিণী গীতা বসরা গতকালই ইঙ্গিত দিয়েছিলেন, আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ভাজ্জিকে। তবে ক্রিকেটের সঙ্গে রাজনীতিতেও হরভজন নয়া ইনিংস খেলবেন কিনা তা নিয়েই চলছে চর্চা। এ প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন খোদ হরভজন।

 হরভজন সিংয়ের কাছে একাধিক দলের প্রস্তাব

জলন্ধরের বার্লটন পার্কে শুরু হয়েছিল হরভজনের ক্রিকেটের দুনিয়ায় পথ চলা। আজ সেখানেই সকালে হাজির হন প্রাক্তন ভারতীয় স্পিনার। পিচকে প্রণামও করেন। এরপর মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি বলেন, ভবিষ্যতে কী করব তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। তবে অবশ্যই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকব। কারণ ক্রিকেটের জন্যই মানুষ আমাকে চিনেছেন। রাজনীতিতে আসব কিনা সে প্রসঙ্গে বলতে পারি, এ ব্যাপারে আমি নিজেই সকলকে জানাব। যা হবে, সকলেই জানতে পারবেন। উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুর পোস্টেই হরভজনের রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়তে থাকে। সিধু তাঁর সঙ্গে ভাজ্জির ছবি পোস্ট করে লিখেছিলেন পিকচার লোডেড উইথ পসিবিলিটিজ। তাতেই রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়, কেন না সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। হরভজন বলেন, এটা সৌজন্য সাক্ষাত ছিল। সামনে ভোট বলে জল্পনা শুরু হয়েছে। কিন্তু তার দরকার নেই। আমি রাজনীতিতে এলে সকলেই জানতে পারবেন।

রাজনীতিতে যোগদানের প্রস্তাব পেলেও তিনি এখনও এটা নিয়ে কিছু ভাবেননি বলেই দাবি ভাজ্জির। তাঁর কথায়, আমি সত্যিই এটা নিয়ে কিছু ভাবিনি। অনেক দলের কাছ থেকেই যোগদান করার প্রস্তাব পেয়েছি। কিন্তু এটা ঠান্ডা মাথায় বসে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এটা কোনও ছোট সিদ্ধান্ত নয়। রাজনীতি করলে তিনি যে তা শুধু করার জন্য করবেন না তা নয়। রাজনীতিতে যোগ দিলে তিনি যে হৃদয় থেকেই কাজ করবেন সেটাই স্পষ্ট করে দিয়েছেন ভাজ্জি। তিনি হলেন, গা ছাড়া মনোভাব দেখিয়ে রাজনীতির মতো ক্ষেত্রের সঙ্গে যুক্ত হব না। যেদিন মনে করব আমি রাজনীতি করার পক্ষে উপযুক্ত, সেদিনই পা রাখব, তার আগে নয়।

গীতা বসরা জানিয়েছিলেন, ক্রিকেট থেকে অবসর নিলেও বিদেশে লিগে খেলতে পারেন হরভজন। যদিও তিনি এদিন জানান, আমি লেজেন্ডস লিগে খেলার চেষ্টা করব। তবে বিদেশে লিগ খেলার কথা ভাবিনি। অবসর নেওয়ার অন্যতম বড় কারণ পরিবারের সঙ্গে সময় কাটানো। সেটা করতে চাই। যদি প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার দরকার হতো, তাহলে তো আইপিএলই ছিল। তবে এখনও ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেই অবসর ঘোষণা করেছি। ক্রিকেট ছাড়া আমার পক্ষে এই জায়গায় পৌঁছানো সম্ভব ছিল না। ঈশ্বরের আশীর্বাদে একটা দারুণ সফর কাটিয়েছি।

English summary
Harbhajan Singh Says He Has Offers To Join Politics From Multiple Political Parties. Though He Will Get Into Politics Only After Making Up His Mind.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X