For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় টেস্ট দলে আসছে বড় পরিবর্তন! শ্রেয়স-সূর্যদের নিয়ে কেন আশাবাদী হরভজন?

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে ভারত। তারপর ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে দুই টেস্টের সিরিজ। ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। হরভজন সিংয়ের বিশ্বাস, অদূর ভবিষ্যতেই ভারতীয় টেস্ট দলে দেখা যাবে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন।

ভারতীয় টেস্ট দলে আসছে বড় পরিবর্তন! শ্রেয়স-সূর্যদের নিয়ে কেন আশাবাদী হরভজন?

অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ময়াঙ্ক আগরওয়ালের পক্ষে টেস্ট দলে জায়গা ধরে রাখা কঠিন হবে বলেই অভিমত হরভজন সিংয়ের। নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি বলেছেন, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। জোহানেসবার্গে দুজনেই অর্ধশতরান পেলেও তাঁদের মতো সিনিয়রদের কাছ থেকে আরও বেশি রান প্রত্যাশিত। ফলে এই দুজন বড় রান না পেলে তাঁদের দলে জায়গা ধরে রাখাই কঠিন হবে।

ভারতীয় টেস্ট দলে আসছে বড় পরিবর্তন! শ্রেয়স-সূর্যদের নিয়ে কেন আশাবাদী হরভজন?

হরভজন মনে করেন, পূজারা ও রাহানে নিজেরাই নতুনদের আসার দরজাটা খুলে দিচ্ছেন। ভাজ্জির কথায়, রাহানে, পূজারা যেভাবে খেলছেন তাতে সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারদের সামনে দরজা উন্মুক্ত হয়ে যাচ্ছে। দুজনেই রয়েছেন সুযোগের অপেক্ষায়। ময়াঙ্ক আগরওয়ালের পক্ষেও দলে জায়গা ধরে রাখা কঠিন বলে মত হরভজনের। তিনি বলেন, ময়াঙ্ক দক্ষিণ আফ্রিকা সফরে ৬টি ইনিংস পেলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ফলে পরের সিরিজে শুভমান গিল বা পৃথ্বী শ তাঁর জায়গা নিলে অবাক হওয়ার কিছু নেই।

ভারতীয় টেস্ট দলে আসছে বড় পরিবর্তন! শ্রেয়স-সূর্যদের নিয়ে কেন আশাবাদী হরভজন?

দক্ষিণ আফ্রিকায় একমাত্র লোকেশ রাহুল ছাড়া কোনও ভারতীয় ব্যাটারের ২০০-র উপর রান নেই। সর্বাধিক ১২৩-সহ ৩ টেস্টে ২২৬ রান করেছেন রাহুল। ঋষভ পন্থ ৩ টেস্টে ১৮৬, বিরাট কোহলি ২ টেস্টে ১৬১ রান করেছেন। অজিঙ্ক রাহানে ৩ টেস্টে ১৩৬ রান করেছেন, সর্বাধিক ৫৮, গড় ২২.৬৬। চেতেশ্বর পূজারার সংগ্রহ ১২৪, সর্বাধিক ৫৩, গড় ২০.৬৬। ময়াঙ্ক আগরওয়াল ৩ টেস্টে ১৩৫ রানের বেশি করতে পারেননি, সর্বাধিক ৬০, গড় ২২.৫০। হনুমা বিহারী একটি টেস্ট খেলে ৬০ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৪০, গড় ৬০। বিরাট কোহলির ব্যাটিং গড় ৪০.২৫, পন্থের ৩৭.২০। রবিচন্দ্রন অশ্বিন ৩ টেস্টে ৮৯, শার্দুল ঠাকুর ৫৯, জসপ্রীত বুমরাহ ৪৪ রান করেছেন। মহম্মদ শামি ২ টেস্টে ৫ ও উমেশ যাদব একটি টেস্টে ৪ রান করেছেন। ব্যাটিং ভরাডুবিতেই যে টেস্ট সিরিজ হারতে হয়েছে সে কথা উঠে এসেছিল সদ্যপ্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কথাতেই। হরভজনও হতাশ ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্সে।

English summary
Harbhajan Singh Opines Pujara And Rahane Will Be Replaced By Shreyas And Suryakumar In Tests. According To Him, Mayank Agarwal Could Lose His Place In The Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X