For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন ইস্যুতে বন্ধু যুবরাজ সিং-র বিরোধিতা করলেন হরভজন সিং! দিলেন পাল্টা যুক্তিও

কোন ইস্যুতে বন্ধু যুবরাজ সিং-র বিরোধিতা করলেন হরভজন সিং! দিলেন পাল্টা যুক্তিও

  • |
Google Oneindia Bengali News

রোল মডেল ইস্যুতে বন্ধু যুবরাজ সিং-র বিরোধিতাই করলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার যুবরাজ সিং। সাফ জানালেন, তিনি যতদিন ভারতীয় দলে খেলেছেন, ততদিন তাঁকে কোনওরকম সমস্যায় পড়তে হয়নি।

সিনিয়র কোথায়?

সিনিয়র কোথায়?

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাক্যালাপে যুবরাজ সিং জানিয়েছিলেন, তিনি যে সময় ভারতীয় দলে খেলতে শুরু করেছিলেন, তখন ড্রেসিং রুমের পরিবেশ অন্যরকম ছিল। তাঁর সিনিয়ররা অনেক বেশি নিয়মানুবর্তী ছিলেন বলে জানিয়েছিলেন যুবি। বলেছিলেন, জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সময় কীভাবে মানুষ কিংবা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হয়, সেই শিক্ষা তিনি সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পেয়েছিলেন। বর্তমান সময়ে ভারতীয় দলে সেরকম সিনিয়র নেই বলেই দাবি তুলেছিলেন যুবি।

সোশ্যাল মিডিয়ায় পার্থক্য

সোশ্যাল মিডিয়ায় পার্থক্য

যুবরাজ সিং-র কথায়, তিনি যখন ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন, তখন সোশ্যাল মিডিয়ার এত প্রভাব ছিল না। এই মাধ্যম বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের ওপর বড়সড় প্রভাব ফেলছে বলেই মনে করেন যুবি। তাঁর কথায়, বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারের সংখ্যা কম। অনেক ক্রিকেটারই ভারতীয় দলের জার্সিতে অল্প কিছুদিন খেলেই বিদায় নিচ্ছেন। তাই এই দলে রাশ ধরে রাখা এবং সিনিয়রদের মর্যাদা দেওয়ার মতো ক্রিকেটার নেই বলেই দাবি তুলেছিলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার।

গম্ভীরের সমর্থন

গম্ভীরের সমর্থন

লেজেন্ড যুবরাজ সিং-র এহেন মন্তব্যকে সমর্থন করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ওপেনার গৌতম গম্ভীর। জানিয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলের পর ভারতীয় ক্রিকেট দলে সেরকম রোল মডেল তৈরি হয়নি।

অন্যমত হরভজনের

অন্যমত হরভজনের

রোল মডেল মন্তব্যে বন্ধু যুবরাজ সিং-র বিরোধিতা করেছেন ভারতের প্রাক্তন অপ স্পিনার হরভজন সিং। ২০১৬ পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে। এই দীর্ঘ সময়ে দলের মধ্যে তাঁর সহযোগিতা কিংবা রোল মডেলের অভাব হয়েছে বলে মনে করেন না ভাজ্জি। যদিও পুরনো দিনগুলি অন্যরকম ছিল বলেও স্বীকার করেছেন টার্বুনেটর।

English summary
Harbhajan Singh is not feel like Yuvraj Singh on role models remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X