For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের ওপর ভয়ানক খাপ্পা হরভজন, 'পোটেনশিয়াল প্যানডেমিক' নিয়ে কড়া কথা ভাজ্জির

চিনের ওপর রেগে অগ্নিশর্মা হরভজন, 'পোটেনশিয়াল প্যানডেমিক' নিয়ে কড়া কথা ভাজ্জির

  • |
Google Oneindia Bengali News

করোনার পর চিন এইচ ওয়ান এন ওয়ান গোত্রের ভাইরাসে বিশ্বে ছড়িয়ে দেওয়ার ফন্দি আঁটছে শুনে ক্ষিপ্ত হয়ে পড়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং। সীমান্তে যুদ্ধের আবহে প্রতিবেশী চিনের ব্যবহারে ক্ষুব্ধ ভাজ্জি টুইটারে রীতিমতো ফেটে পড়েছেন। কী ঠিক বলেছেন হরভজন, তা জেনে নেওয়া যাক।

ক্ষুব্ধ হরভজনের টুইট

করোনার পর চিন এইচ ওয়ান এন ওয়ান গোত্রের ভাইরাসে বিশ্বে ছড়িয়ে দেওয়ার ফন্দি আঁটছে শুনে ক্ষিপ্ত হয়ে পড়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং। টুইটারে কার্যত ফেটে পড়েছেন ভাজ্জি। লিখেছেন, করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বের ভোগান্তি যখন শেষ হওয়ার নাম নেই, তখন নতুন ভাইরাস তৈরি করে কী প্রমাণ করতে চাইছে চিন।

'পোটেনশিয়াল প্যানডেমিক'

'পোটেনশিয়াল প্যানডেমিক'

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী জারি থাকা কঠিন পরিস্থিতিতে চিন সংক্রান্ত নতুন খবরে নড়েচড়ে বসেছে সবকটি দেশ। এক দল চিনা গবেষকের রিপোর্টে জানানো হয়েছে, শি জিংপিং-এর দেশে সোয়াইন ফ্লু-র কারণ এইচ ওয়ান এন ওয়ান গোত্রের ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। মারণ এই ভাইরাস শুকোর থেকেই মানুষের শরীরে প্রবেশ করছে বলেও জানিয়েছেন গবেষকরা। আগামী দিনে তা মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সীমান্ত সন্ত্রাস

সীমান্ত সন্ত্রাস

অন্যদিকে করোনা ভাইরাসের আবহে লাদাখে গালওয়ান সেক্টরে ২০ জন ভারতীয় জওয়ানকে হত্যা করে সীমান্তে যুদ্ধের পরিবেশ তৈরি করে রেখেছে চিন। সীমান্তের দুই পারে শক্তি সঞ্চয় করছে ভারত ও চিন। যে কোনও সময় বড়সড় অঘটন ঘটেই যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত-চিনের সম্পর্ক নিয়ে চিন্তিত আমেরিকা সহ বিশ্বের অন্যান্য উন্নতশীল দেশগুলিও।

চিনা দ্রব্য বয়কট

চিনা দ্রব্য বয়কট

সীমান্তে চিনা সেনার এমন হিংসাত্মক আচরণে ক্ষুব্ধ হন দেশের ক্রীড়াবিদ। এক ধাপ ওপরে উঠে অবিলম্বে ভারতে চিনা দ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চাপানোর পক্ষে দাবি তোলেন ভাজ্জি। তবে চিনা দ্রব্য না হলেও জিংপিং দেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়া টিকটক সহ মোট ৫৯ অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ভারত সরকার।

৩০ জুন : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারে প্রশ্নের মুখে ধোনির ব্যাটিং স্টাইল৩০ জুন : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারে প্রশ্নের মুখে ধোনির ব্যাটিং স্টাইল

English summary
Harbhajan Singh is furious on china over reports of spreading H1N1 like virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X