For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই বনাম মুম্বই, দুই দলের ড্রেসিং রুমের কোন পার্থক্য তুলে ধরলেন ভাজ্জি?

চেন্নাই বনাম মুম্বই, দুই দলের ড্রেসিং রুমের কোন পার্থক্য তুলে ধরলেন ভাজ্জি?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে স্তব্ধ হয়ে রয়েছে জনজীবন। স্থগিত হয়ে রয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। ঘরবন্দি অবস্থায় থাকা ক্রিকেটাররা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, শরীর চর্চা করে এবং একে অপরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে দিন কাটাচ্ছেন। তেমনই এক কথোপকথনে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের পার্থক্য তুলে ধরলেন দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৩ হাজারেরও বেশি। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭২২ জন।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট প্রেমীদের তাদের পরবর্তী নোটিশের দিকে তাকিয়ে বসে থাকার পরামর্শ দিয়েছে বিসিসিআই। জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়।

কথপোকথনে ভাজ্জি ও হিটম্যান

কথপোকথনে ভাজ্জি ও হিটম্যান

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতো ঘরবন্দি অবস্থাতেই দিন কাটছে ক্রিকেটারদের। এমনই এক অলস মুহূর্তে দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং-র সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথোপকথনে মেতেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।

সিএসক বনাম এমআই

সিএসক বনাম এমআই

আইপিএলের দুই চির প্রতিদ্বন্দ্বী দলেই খেলেছেন হরভজন সিং। সেই অভিজ্ঞতার থেকে ভাজ্জি জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স অত্যন্ত নিয়ামানুবর্তী ও পেশাদার দল। সেখানে সবকিছু নিয়মে চলে। তাই এমআই-র ড্রেসিং রুমে সবসময় চাপা উত্তেজনা থাকে বলে জানিয়েছেন টার্বুনেটর। অন্যদিকে তিন বার আইপিএল ট্রফি জেতা চেন্নাই সুপা কিংসের ড্রেসিং রুমের চেহারা অন্যরকম বলে জানিয়েছেন হরভজন। তাঁর কথায়, ড্রেসিং রুমে সিএসকে-র ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে থাকেন। খেলোয়াড়দের ওপর ম্যানেজমেন্টের বিশেষ চাপ থাকে না বলেও জানিয়েছেন ভাজ্জি।

কী বললেন রোহিত

কী বললেন রোহিত

চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুম সম্পর্কে তিনিও অনেক কিছু শুনেছেন বলে জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে জেতা এবং হারার মধ্যে সামঞ্জস্য বজায় রাখাটা জরুরি বলেও মনে করেন চার বার আইপিএল জয়ী হিটম্যান।

'শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর'! ফিরে দেখা শারজাহ-র ২৪ এপ্রিল, টাইম মেশিনে মরু-ঝড়'শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর'! ফিরে দেখা শারজাহ-র ২৪ এপ্রিল, টাইম মেশিনে মরু-ঝড়

English summary
Harbhajan Singh describe the differences between CSK and MI's dressing room
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X