For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কায় সিরিজ জেতার দিনটি ভুলবেন না চাহার, কোচ দ্রাবিড়ের বার্তার ভিডিও ভাইরাল

Google Oneindia Bengali News

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারত। ব্যাটিং বিপর্যয় সামলে কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ শিরোধার্য করে উইকেট আঁকড়ে থেকে পাঁচ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় ছিনিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছেন দীপক চাহার। ভাইরাল হয়েছে আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় ড্রেসিংরুমে কোচ রাহুল দ্রাবিড়ের আবেগঘন বার্তার ভিডিও। শিখর ধাওয়ান যেমন দেশের অধিনায়ক হিসেবে প্রথম খেলতে নেমে সিরিজ জিতলেন, তেমনই ভারতের অনূর্ধ্ব ১৯ বা এ দলকে সাফল্য এনে দেওয়া কোচ দ্রাবিড় ভারতের সিনিয়র দলের কোচ প্রথম হয়েছেন শ্রীলঙ্কা সফরেই। তাতেই জয়।

দ্রাবিড়ীয় বার্তা

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে ভারতের দরকার ছিল ২৭৬। ১৮ ওভারে ১১৬ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল শিখর ধাওয়ানের দলের। দীপক চাহার যখন আটে ব্যাট করতে নামেন তখন ভারতের স্কোর ২৭ ওভারে ৬ উইকেটে ১৬০। সপ্তম উইকেট পড়ার পর ভুবনেশ্বর কুমার যখন দীপক চাহারের সঙ্গী হন তখন দরকার ছিল ৮৯ বলে ৮২। ভুবিকে নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন চাহার, ৮২ বলে ৬৯ রানের অত্যন্ত দামি ইনিংস খেলে। প্রেসার সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে কাজে দিয়েছিল রাহুল দ্রাবিড়ের বিশেষ বার্তাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মুহূর্তে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমের ভিতর থেকে বেরিয়ে আসা দীপক চাহারের ভাই রাহুলকে কিছু বোঝাচ্ছেন দ্রাবিড়। বুঝতে অসুবিধা হয়নি, দলকে নিরাপদে কীভাবে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে হবে সেই সংক্রান্ত কোনও বার্তাই পাখি পড়ানোর মতো রাহুল চাহারকে বোঝান রাহুল দ্রাবিড়।

দ্রাবিড়ের সিদ্ধান্তে বাজিমাত

ভারতের সিনিয়র দলকে কোচিং করাতে নেমেই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন কোচ দ্রাবিড়। ম্যাচে তিনি দীপক চাহারকে ব্যাট করতে পাঠান ভুবনেশ্বর কুমারের আগে। এ ব্যাপারে ভুবি বলেন, দীপক রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতের এ দলের হয়ে খেলেছেন। দ্রাবিড় তাঁর ব্যাটিং দক্ষতা জানেন। আমরাও জানি দীপক চাহার ভালো ব্যাট করতে পারেন। সে কারণেই কোচ এদিন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তা সঠিক প্রমাণিত হয়েছে। দীপক চাহার ম্যাচ জেতানোর মুহূর্তের ভিডিও পোস্ট করে আজ লিখেছেন, এই মুহূর্ত কোনও দিন ভুলব না।

ড্রেসিংরুমের পেপ টক

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে সিরিজ জেতার পর ভারতীয় শিবিরে উচ্ছ্বাসের ছবি। ড্রেসিংরুমে ক্রিকেটারদের রাহুল দ্রাবিড় বলেছেন, আজকের ম্যাচের ফল আমাদের পক্ষে গিয়েছে এটা অবিশ্বাস্য ও দুর্দান্ত। তবে এদিন যদি আমরা নাও জিততাম তাহলেও যে লড়াই সকলে মিলে করেছেন সেটাও অসাধারণ। ফলে জয়ের জন্য অভিনন্দন, ওয়েল ডান! আমরা জানতাম বিপক্ষ ঘুরে দাঁড়াতে চাইবে, সে কারণেই বিপক্ষকে সমীহ করতে হয়। শ্রীলঙ্কার আন্তর্জাতিক দলই মাঠে ছিল এবং আমাদের প্রত্যাশামতোই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। কিন্তু আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। আমাদের পিঠ একটা সময় দেওয়ালে ঠেকে গেলেও তা সত্ত্বেও যেভাবে ম্যাচ বের করে আনা গিয়েছে তা সত্যিই দারুণ কাজ। দলগত সংহতিতেই সিরিজ জয়ের বিষয়টি স্পষ্ট করে দিয়ে দ্রাবিড় বলেন, ব্যক্তিগতভাবে অনেকে ভালো খেললেও এখন তা নিয়ে বলার সময় নয়। সকলেরই অবদান রয়েছে কিছু না কিছু। দলগতভাবে ভালো খেলাতেই এভাবে জয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রতিটি বিভাগেই আমরা সম্মিলিতভাবে ভালো খেলেছি। সূর্যকুমার যাদব বলেন, এদিনের জয় অবিশ্বাস্য, আমার কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ। যুজবেন্দ্র চাহাল বলেন, আমরা দীপক আর ভুবির ব্যাটিং দক্ষতা নিয়ে অনেক আলোচনা করেছি। আজ ফের তাঁরা প্রমাণ দিলেন। দীপকের কাছে এদিনটা সত্যিই স্পেশ্যাল।

English summary
Happy With ODI Series Win Indian Coach For Sri Lanka Tour Rahul Dravid Says We Played Like Champions. The Third And Final ODI Will Be Held On Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X