সচিন থেকে যুবি-বিরাট, সানিয়া থেকে সিন্ধু, দিওয়ালি শুভেচ্ছায় খেলার দুনিয়ার তারকারা কী লিখলেন
দিওয়ালি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা বিরাট থেকে সচিন তেন্ডুলকরের। অস্ট্রেলিয়া থেকে আগেই দেশবাসীকে এবছর বাজি না ফাটিয়ে দিওয়ালি উদযাপন করার অনুরোধ রেখেছেন বিরাট। অজি সফরে কোয়ারেন্টাইন পর্বে থাকাকালীন তাঁর এই পোস্ট নিয়ে নেটিজেনদের প্রশংসার ঝড় বইছে। এর মাঝেই কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে সানিয়া মির্জা, যুবরাজ সিং থেকে পি ভি সিন্ধু দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন।

শুভেচ্ছায় কী জানালেন সচিন তেন্ডুলকর
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর টুইটে এদিন প্রদীপ জ্বালানোর ছবি পোস্ট করেছেন। এরপরই টুইটে সচিন লিখেছেন, 'দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা। সবার জীবনে সুখ শান্তি ও আলোর উৎসব নেমে আসুক।'

দিওয়ালি উপলক্ষ্য়ে সানিয়া মির্জা কী লিখলেন
টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সানিয়া মির্জা লিখেছেন, 'সবাইকে দিওয়ালির অনেক শুভেচ্ছা। আলোর উৎসবে দেশবাসীর জীবনে সুখ-শান্তি নেমে আসুক।'

যুবরাজ সিং কী লিখলেন
ভারতের হয়ে দুবার বিশ্বকাপ জেতা তারকা প্রাক্তনী যুবরাজ সিং এদিন কালো রঙের পাঞ্জাবীতে দিওয়ালি উৎসবে মেতে উঠলেন। এবছর একটু অন্যভাবে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ। টুইটে যুবি লিখেছেন, 'দিওয়ালিতে দেশবাসীকে শুভেচ্ছা। করোনা কালে প্রতিদিন সামনে থেকে লড়াই করে কোভিড যোদ্ধারা আমাদের জীবন সুরক্ষিত করছেন। দিওয়ালি আলোর উৎসবে তাঁদের জীবনে আরও বেশি করে সুখ শান্তি নেমে আসুক এই কামনাই করি।'

পি ভি সিন্ধু কী লিখলেন
টুইটে পি ভি সিন্ধু লিখেছেন, 'দেশবাসীকে দিওয়ালির অনেক শুভেচ্ছা জানাই। সবার জীবন আলোয় ভরে উঠুক। অশান্তি ও দুঃখ দূর হয়ে শান্তি ও হাসি ফিরে আসুক।'