সচিন তেন্ডুলকের কীর্তির থেকে কত দূরে বিরাট, কোহলির জন্মদিনে জানুন এই পরিসংখ্যান
আজ ৩২ পূর্ণ করলেন বিরাট কোহলি। জন্মদিনে দিনভর সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা কোহলিকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা উজাড় করে দিলেন। সেই সঙ্গে বিরাটের আগামী দিনের ক্রিকেট কেরিয়ারের জন্যেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানেদের। একনজরে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ক্রিকেট কীর্তিগুলি থেকে বিরাট কতদূরে রয়েছেন জেনে নেওয়া যাক।

সচিনের একশোটি শতরান থেকে কত দূরে বিরাট
২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে এই গ্রহের প্রথম ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডুলকর একশোটি শতরান হাঁকিয়েছেন। সেই রেকর্ড থেকে বিরাট এখন ৩০ টি শতরান দূরে রয়েছেন। টেস্ট ও ওডিআই মিলিয়ে বিরাটের ৭০ টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে।

টেস্ট ক্রিকেটে সচিনের থেকে কত দূরে বিরাট
কিংবদন্তি সচিন তেন্ডুলকর ২০০ ম্যাচ খেলে ১৫, ৯২১ রান হাঁকিয়েছেন। সচিনের শতরানের সংখ্যা ৫১টি। সেখানেই বিরাট কোহলি ৮৬টি টেস্ট খেলে ৭২৪০ রান হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত বিরাটের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ২৭টি।

ওডিআই ক্রিকেটে সচিনের থেকে কত দূরে বিরাট
৪৬৩টি ওডিআই ম্যাচ খেলে সচিন তেন্ডুলকর ১৮৪২৬ রান হাঁকিয়েছেন। সেঞ্চুরির সংখ্যা ৪৯টি। সেখানেই বিরাট কোহলি ২৪৮টি ওডিআই খেলে ১১৮৬৭ রান হাঁকিয়েছেন। সেঞ্চুরির সংখ্যা ৪৩টি। অর্থাৎ ওডিআই ক্রিকেটে আর মাত্র ৬টি সেঞ্চুরি করলেই সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

বিশ্বকাপ জয়
দেশের হয়ে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ২০১১ সালে একটি করে বিশ্বকাপ জিতেছেন। বিরাটের সামনে অবশ্য এখনও তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে (২টি টি-২০ ও একটি ওডিআই)
মরুশহরে মেয়েদের টি-২০: মিতালীর দলের ব্যাটিং ভরাডুবি, জয় দিয়ে শুরু মন্ধনার ট্রেলব্লেজার্সের