For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভ জন্মদিন বিরাট, কোহলির জন্মদিনে ফিরে দেখা 'বিরাট' সাফল্য

হ্যাপি বার্থ ডে বিরাট! আজ ৩১ বছরে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্যাপ্টেন কোহলির জন্মদিনে একনজরে দেখে নিন বিরাটের সব সাফল্য।

  • |
Google Oneindia Bengali News

হ্যাপি বার্থ ডে বিরাট! আজ ৩১ বছরে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্যাপ্টেন কোহলির জন্মদিনে একনজরে দেখে নিন বিরাটের সব সাফল্য।

মাত্র ১৯ বছরে বিশ্বকাপ জয়

মাত্র ১৯ বছরে বিশ্বকাপ জয়

উনিশ বছর বয়সে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। ২০০৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি।

বিরাটের ওডিআই অভিষেক

বিরাটের ওডিআই অভিষেক

২০০৮ সালে এরপর জাতীয় দলে সুযোগ পান বিরাট। ডাম্বুলায় ১৮ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই খেলেছিলেন।

প্রথম ওডিআই শতরান

প্রথম ওডিআই শতরান

২০০৯ সালে দেশের জার্সিতে প্রথম শতরান বিরাটের। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ম্যাচ জেতানো ১০৭ রান উপহার দিয়েছিলেন বিরাট।

২০১১ সালে বিশ্বকাপ জয়

২০১১ সালে বিশ্বকাপ জয়

ব্যাটসম্যান বিরাট যে সাফল্যই পান না কেন তাঁর কাছে আজ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য দেশের জার্সিতে বিশ্বকাপ জয়। ২০১১ সালে দেশের জার্সিতে বিশ্বকাপ জেতেন বিরাট কোহলি। ফাইনালে ৪৯ বলে ৩৫ রান করেছিলেন ভিকে।

দেশের জার্সিতে টেস্ট অভিষেক

দেশের জার্সিতে টেস্ট অভিষেক

২০১১ সালে এরপর দেশের হয়ে সাদা জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে সুযোগ পান কোহলি।

টেস্টে প্রথম শতরান

টেস্টে প্রথম শতরান

টেস্ট অভিষেকের পরের বছর ২০১২ সালের অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে লাল-বলের ক্রিকেটে প্রথম শতরান বিরাটের। অজিদের ডেরায় করেছিলেন ১১৬ রান।

ওডিআই ক্রিকেটে বিরাটের শতরান সংখ্যা

ওডিআই ক্রিকেটে বিরাটের শতরান সংখ্যা

ওডিআই ক্রিকেটে দেশের জার্সিতে মোট ৪৩টি শতরান রয়েছেন বিরাটের। ওডিআইতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকর। তাঁর শতরান থেকে আর মাত্র ৬টি সেঞ্চুরি দূরে বিরাট।

টেস্টে কটি সেঞ্চুরি বিরাটের

টেস্টে কটি সেঞ্চুরি বিরাটের

দেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ২৬টি। আইসিসি'র টেস্ট ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি।

 দ্বিশতরান

দ্বিশতরান

টেস্ট ক্রিকেটে ৭টি দ্বিশতরান হাঁকিয়েছেন বিরাট। সবকটি দ্বিশতরানই অধিনায়ক হিসেবে হাঁকিয়েছেন তিনি।

সবমিলিয়ে বিরাটের আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা

সবমিলিয়ে বিরাটের আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৬৯টি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরিমেকারের তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট। ১০০টি সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে সচিন তেন্ডুলকর। ৭১টি সেঞ্চুরি হাঁকিয়ে দুই নম্বরে রিকি পন্টিং ও ৬৯টি সেঞ্চুরি হাঁকিয়ে তিনে বিরাট কোহলি।

দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক

দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক

চলতি বছরের অগাস্টে এই কীর্তি ছুঁয়েছেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে এক দশকে ২০ হাজার আন্তর্জাতিক রান হাঁকান বিরাট কোহলি। এর আগে এক দশকে সবচেয়ে বেশি ১৮৯৬২ রান হাঁকানোর রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের।

সেরা রেটিং

সেরা রেটিং

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সেরা রেটিং পেয়েছেন বিরাট।একসময় কোহলির সেরা রেটিং ছিল ৯৩৭। ওডিআই ও টি-টোয়েন্টিতে রেটিং যথাক্রমে ৯১১ ও ৮৯৭।

 সব মিলিয়ে আন্তর্জাতিক রান

সব মিলিয়ে আন্তর্জাতিক রান

ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে এই মুহূর্তে বিরাটের ঝুলিতে রয়েছে ২১, ০৩৬ রান । ৬৯টি সেঞ্চুরির পাশাপাশি ৯৮টি অর্ধশতরান রয়েছে।

দেশের জার্সিতে বিরাটের ম্যাচ সংখ্যা

দেশের জার্সিতে বিরাটের ম্যাচ সংখ্যা

দেশের জার্সিতে ২৩৯টি ওডিআই খেলে বিরাটের সংগ্রহ ১১৫২০ রান। রয়েছে ৪৩টি সেঞ্চুরি। ৮২টি টেস্ট খেলে সংগ্রহ ৭০৬৬রান, রয়েছে ২৬টি সেঞ্চুরি। সেই সঙ্গে দেশের হয়ে ৭২টি টি-টোয়েন্টি খেলে সংগ্রহ ২৪৫০ রান।এই ফর্ম্যাটে দেশের হয়ে সেঞ্চুরি না থাকলেও ২২টি অর্ধশতরান রয়েছে।

অধিনায়ক হিসেবে সাফল্য

অধিনায়ক হিসেবে সাফল্য

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে ফাইনালে তুলেছেন। এছাড়া অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে তোলেন ভিকে।

টেস্ট অধিনায়ক হিসেবে সাফল্য

টেস্ট অধিনায়ক হিসেবে সাফল্য

দেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর কীর্তি গড়েছেন বিরাট কোহলি। ২০১৯ সালে অজিদের বিরুদ্ধে কোহলির ভারত টেস্ট সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

English summary
Happy Birthday Virat: a look to virat kohli's Success
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X