For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: গুজরাত বনাম রাজস্থান হেড টু হেড রেকর্ড, ইডেন গার্ডেন্সের রেকর্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য

IPL 2022: গুজরাত বনাম রাজস্থান হেড টু হেড রেকর্ড, ইডেন গার্ডেন্সের রেকর্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য

Google Oneindia Bengali News

প্রথম প্লে-অফে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। দুই দলেরই লক্ষ্য এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে আহমেদাবাদের মেগা ফাইনালের টিকিট অর্জন করা। প্লে-অফে বেশ সহজেই পৌঁছে গিয়েছে হার্দিকের নেতৃত্বাধীন গুজরাত ফ্রাঞ্চাইজি। অপর দিকে, চড়াই উতরাই পেরিয়ে অল্পের ব্যবধানে লখনউ সুপার জায়ান্টসকে তৃতীয় স্থানে পাঠিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে রাজস্থা রয়্যালস।

টিম গেম-ইগুজরাতেরপ্রধান শক্তি:

টিম গেম-ইগুজরাতেরপ্রধান শক্তি:

প্রথম দল হিসেবে ১৮ পয়েন্ট অর্জন করে প্লে-অফ নিশ্চিত করে গুজরাত টাইটানস। ব্যাটিং লাইনআপে বড় নামের অনুপস্থিতি স্বত্ত্বেও বড় রানের টার্গেট সাফল্যের সঙ্গে তাড়া করেছে গুজরাত। ঋদ্ধিমান সাহার ফর্মে থাকা গুজরাতের ওপেনিং সমস্যা মিটিয়ে দিয়েছে।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে আসে রাজস্থান রয়্যালস:

বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে আসে রাজস্থান রয়্যালস:

১৪ বছর পর খেতাব জেতার হাতছানি রয়েছে রাজস্থান রয়্যালসের সামনে। টুর্নামেন্টের শেষের দিকে বিভিন্ন সময়ে হারের ভ্রুকুটি এড়িয়ে এই জায়গায় উঠে এসেছে সঞ্জু স্যামসনের দল। কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নেওয়ার লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে রাজস্থান।

গুজরাত-রাজস্থান মুখোমুখি সাক্ষাৎ:

গুজরাত-রাজস্থান মুখোমুখি সাক্ষাৎ:

মাত্র এক বারই এই দুই দল মুখোমুখি হয়েছে। গ্রুপের ম্যাচে ৩৭ রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছিল গুজরাত। সম্মুখ সমরে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

ইডেন গার্ডেন্সে ব্যাটিং-এর নিরিখে পরিসংখ্যান:

ইডেন গার্ডেন্সে ব্যাটিং-এর নিরিখে পরিসংখ্যান:

ইজেন গার্ডেন্সে রান তাড়া করে বেশি সাফল্য পেয়েছে আইপিএল-এর ফ্রাঞ্চাইজিগুলি। মোট ৭৮ ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে ৩০ বার এবং দ্বিতীয় ব্যাটিং করা দল জিতেছে ৪৭ বার।

ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ রান:

ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ রান:

আইপিএল-এ ক্রিকেটের নন্দনকাননে সর্বোচ্চ রান ২৩২/২। ২০১৯ আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই পাহাড় প্রমাণ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স।

Recommended Video

বৃষ্টিকে উপেক্ষা করে ক্রিকেট প্রেমীদের জমায়েত ইডেন চত্বরে |Oneindia Bengali
ইডেন গার্ডেন্সে সব থেকে কম রান:

ইডেন গার্ডেন্সে সব থেকে কম রান:

২০১৭ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯/১০ রানে শেষ হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। এটাই এই মাঠে সব থেকে কম রানে গুটিয়ে যাওয়া কোনও দলের ইনিংস।

English summary
Gujarat Titans vs Rajasthan royals head to head stats and Eden Gardens venue record that you need to know in IPL 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X