For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: শেষ ওভারে রাসেলের চার উইকেট, ভাল শুরু করেও নাইটদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ গুজরাত

IPL 2022: শেষ ওভারে রাসেলের চার উইকেট, ভাল শুরু করেও নাইটদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ গুজরাত

Google Oneindia Bengali News

ভাল শুরু করেও শেষটা প্রত্যাশা মতো করতে পারল না গুজরাত টাইটানস। কলকাত নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৫৬/৯ রানে শেষ হল হার্দিক পান্ডিয়ার দলের ইনিংস। আইপিএল-এ নয়া এই ফ্রাঞ্চাইজির হতে সর্বাধিক ৬৭ রান করেন পান্ডিয়া। ফর্মে থাকা ডেভিড মিলার করেন ২৭ রান।

IPL 2022: শেষ ওভারে রাসেলের চার উইকেট, ভাল শুরু করেও নাইটদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ গুজরাত

এই ম্যাচে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল আইপিএল। গুজরাত টাইটানসের ইনিংসের শেষ ওভারে আন্দ্রে রাসেলকে বোলিং করতে পাঠান নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। গোটা ম্যাচে তার আগে এক ওভারও বোলিং করেনি আন্দ্রে রাসেল। কিন্তু শেষ ওভারে তাঁর বোলিং হতবাক করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। শেষ ওভারের চারটি বলেই উইকেট তুলে নেন রাসেল। এক ওভার হাচ ঘুরিয়ে মাত্র ৫ রান খরচ করে তিনি পান চার উইকেট, বোলিং ফিগার ১-০-৫-৪। শেষ ওভারে বোলিং করতে এসে বিশ্বক্রিকেটে শ্রেষ্ঠ বোলাররাও এই রকম স্পেল কখনও উপহার দিতে পারেননি।

শেষ ওভারে প্রথম দুই বলে রাসেল তুলে নেন অভিনব মনোহর (২) এবং লকি ফার্গুসনকে (০)। ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে তিনি তুলে নেন রাহুল তেওয়াটিয়া (১৭) এবং যশ দয়ালকে (০)।

IPL 2022: শেষ ওভারে রাসেলের চার উইকেট, ভাল শুরু করেও নাইটদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ গুজরাত

এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক। ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে দুপুরের ম্যাচে উইকেট বেশ শুস্ক থাকে, ব্যাটিংয়ের ক্ষেত্রে যা আদর্শ. কিন্তু পওয়ার প্লে-তে স্লথ ব্যাটিং এবং আন্দ্রে রাসেলের অবিশ্বাস্য শেষ ওভার গুজরাতকে বড় রান তৈরি করতে দেয়নি।

প্রথম একাদশে এই ম্যাচে একটি পরিবর্তন করে গুজপাত। বিজয় শঙ্করের পরিবর্তে দলে আসেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলনেতা জুনিয়র পান্ডিয়া, ফর্মে থাকা মিলার এবং ওপেনিং করতে নামা ঋদ্ধিমান সাহা (২৫) ছাড়া কেউই ব্যাট হাতে প্রত্যাশা মতো রান পাননি। এই তিন ব্যাটসম্যা ছাড়া একমাত্র অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া ছাড়া কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

এ দিন প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে কেকেআর। অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স এবং শেলডন জ্যাকসনের পরিবর্তে দলে আসেন স্যাম বিলিং, টিম সাউদি এবং রিঙ্কু সিং। টিম সাউদি। তিনটি উইকেট পেয়েছেন এই ম্যাচে। একটি করে উইকেট পেয়েছে উমেশ যাদব এবং শিবম মাভি। সুনীল নারিন কোনও উইকেট পাননি।

English summary
Gujarat Titans scored batted first against Kolkata Knight Riders in IPL 2022. Hardik Pandya score 67 runs in this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X