For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদের করা টুইট রিটুইট করল গুজরাত টাইটানস, কী লেখা রয়েছে সেই বার্তায়

IPL 2022: আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদের করা টুইট রিটুইট করল গুজরাত টাইটানস, কী লেখা রয়েছে সেই বার্তায়

Google Oneindia Bengali News

সদ্য সমাপ্ত আইপিএল ২০২২-এ গুজরাত টাইটানস যে ভাবে খেতাব জয় করেছে তা অনেকটাই গল্পকথার মতো। এত সহজে খুব একটা প্রতিকূলতা ছাড়া আইপিএল-এর মতো খেতাব একটা দল যে এত সহজে জয় করে নিতে পারে তা গুজরাত টাইটানসের এই সফর না দেখলে বিশ্বাস করা যেত না। মরসুমের শুরু থেকেই একের পর এক ম্যাচে হাসতে হাসতে জয় পেয়েছে এবং সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড তৈরি করে প্রথম দল হিসবে জায়গা করে নিয়েছিল আইপিএল-এর প্লে-অফে। ১৪ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিল তারা। ঠিক একই ভাবে তারা প্রথম কোয়ালিফায়ার জিতে পৌঁছে যায় ফাইনালে।

IPL 2022: আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদের করা টুইট রিটুইট করল গুজরাত টাইটানস, কী লেখা রয়েছে সেই বার্তায়

এই জয়ের ছন্দ ধরে রেখে, প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যাসকে হারিয়েই ফাইনালে জয়াগা করে নেয় হার্দিক পান্ডিয়ার দল। সেই রাজস্থানই দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে পৌঁছয় ফাইনালে এবং বিগত দুই সাক্ষাতের মতোই হার্দিকের দলের কাছে মেগা ফাইনালে পরাজিত হয় রাজস্থান। ৭ উইকেটে এই ম্যাচ জেতে গুজরাত।

টসে জিতে গুজরাতের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তোলে ১৩০/৯ রানে। ওখানেই প্রায় নির্ধারণ হয়ে গিয়েছিল কোন দলের হাতে যেতে চলেছে এ বারের ট্রফি। তবে, ফাইনাল ম্যাচে সব কিছুই হতে পারে, তাই ম্যাচের দ্বিতীয়ার্ধে মিরকেল হতেই পারতো। তবে, সেই রকম কিছুই হয়নি মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে জয় তুলে নেয় গুজরাত।

গুজরাতের এই তাক লাগানো উথ্থানে অভিভূত ক্রিকেটপ্রেমীরা। এত সহজে যে ভাবে লিগ জিতে নিল হার্দিকের দল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শুধু প্লে-অফেই নয় লিগের প্রথম ম্যাচ থেকে মারাত্মক ধারাবাহিকতা এবং দলগত সাফল্যের নিদর্শন রেখেছিল গুজরাত টাইটানস। সামনে থেকে ফাইনালে রাজস্থানের বিরুদ্ধে গুজরাতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩ উইকেট নেন হার্দিক এবং ব্যাট হাতে করেন ৩০ বলে ৩৪ রান। নিজেদর এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনাল ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন হার্দিক।

'শুধু টুইট করলে চলবে না, মিষ্টি চাই', কেকেআর-এ পাঠানো শুভেচ্ছা বার্তায় হৃদয় ছুঁয়ে যাওয়া টুইট গুজরাত টাইটানসের'শুধু টুইট করলে চলবে না, মিষ্টি চাই', কেকেআর-এ পাঠানো শুভেচ্ছা বার্তায় হৃদয় ছুঁয়ে যাওয়া টুইট গুজরাত টাইটানসের

আইপিএল ২০২২-এর ফাইনাল জেতার পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে করা রিয়াল মাদ্রিদের একটি টুইট রিটুইট করে গুজরাত টাইটানসের সোশ্যাল মিডিয়া টিম। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর তাদের সোশ্যাল মিডিয়া টিম একটি টুইট করে যাতে লেখা, 'আমরা ফাইনাল খেলি না, ফাইনাল জিতি।' এই টুইটকে রিটুই করে গুজরাত টাইটানস লেখে "ওরা কী বলেছে...'

English summary
Gujarat Titans retweet Real Madrid's tweet after winning Maiden IPL. They share an inspirational tweet for fans all over the world.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X