For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দুর্ধর্ষ ঋদ্ধিমান, চেন্নাইকে হারিয়ে প্লে-অফের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল গুজরাত

দুর্ধর্ষ ঋদ্ধিমান, চেন্নাইকে হারিয়ে প্লে-অফের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল গুজরাত

Google Oneindia Bengali News

ছন্দ ধরে রাখল গুজরাত টাইটানস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে এই ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন ঋদ্ধিমান সাহা। আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উইকেটরক্ষকের বিরুদ্ধে চেন্নাইয়ের কোনও জারিজুরিই কাজে আসেনি। দায়িত্ব নিয়ে ম্যাচ বের করে নিয়ে যান বাংলার এই ক্রিকেটার। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৩৩/৫, জবাবে ১৯.১ ওভারে ১৩৭/৩ রান তোলে গুজরাত টাইটানস।

IPL 2022: দুর্ধর্ষ ঋদ্ধিমান, চেন্নাইকে হারিয়ে প্লে-অফের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল গুজরাত

এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। ঋতুরাজ গায়েকোয়াড় এবং এন জগদীশন ছাড়া চেন্নাইয়ের কোনও ব্যাটসম্যানই ভাল রান পাননি। ঋতুরাজ করেন ৫৩ এবং ৩৯ রানে অপরাজিত ছিলেন জগদীশন। অধিনায়ক ধোনি নিজেও ৭ রানের বেশি করতে পারেননি। শিবম দুবে দুই বল খেলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন। এ দিন চেন্নাইয়ের ক্রিকেটারদের মধ্যে মোটিভেশনের অভাব লক্ষ্যণীয় ছিল।

গুজরাতের হয়ে দু'টি উইকেট পান মহম্মদ শামি। একটি করে উইকেট পান রশিদ খান, আলজারি জোসেফ এবং সাই কিশোর।

IPL 2022: দুর্ধর্ষ ঋদ্ধিমান, চেন্নাইকে হারিয়ে প্লে-অফের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল গুজরাত

মাত্র ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে দারুণ খেলে গুজরাত। পাওয়ার প্লে-তে তারা তোলে ৫৩ রান। তবে মিডল ওভারে রান রেট স্লো হওয়ার কারণে জেতার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হল গুজরাতকে। ঋদ্ধিমান সাহা ৫৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন। ৮টি চার এবং একটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। কম রান তাড়া করতে হলেও আরও দু'টি উইকেট হারায় গুজরাত। ঋদ্ধির ওপেনিং পার্টনার শুভমন গিল করেন ১৭ বলে ১৮ রান। ১৫ বলে ২০ রান করেন ম্যাথু ওয়েড। হার্দিক পান্ডিয়া প্যাভিলিয়নে ফিরে যান ৭ রানে।

এ দিন প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে সুযোগ পাওয়া মাথিশা পাথিরানা পান দু'টি উইকেট, অপর উইকেটটি পান মঈন আলি। এই ম্যাচে জয়ের ফলে প্লে-অফের নামার আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল গুজরাত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয় প্রথম দুইয়ের মধ্যে গুজরাতের শেষ করা নিশ্চিত করল।

English summary
Gujarat Titans beat Chennai Super Kings by 7 Wickets. Wriddhiman Saha played unbeaten knock of unbeaten 67 runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X