For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান গিলের সঙ্গে কি গুজরাত টাইটান্সের বিচ্ছেদ? হার্দিকের দলের টুইটে জল্পনার ঝড়

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিলের সঙ্গে কি গুজরাত টাইটান্স বিচ্ছেদের পথে হাঁটল। আইপিএল চ্যাম্পিয়ন দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডলের টুইট ঘিরে জল্পনা তুঙ্গে। আইপিএলের আবির্ভাবেই কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী গিলকে দলে নিয়েছিল গুজরাত টাইটান্স। এক বছরে কী এমন হলো যে গিল ও গুজরাতের বিচ্ছেদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াল? তা নিয়েই চলছে চর্চা।

গিল-গুজরাত বিচ্ছেদ?

গুজরাত টাইটান্স আজ বিকেলে টুইটে গিলকে ট্যাগ করে লেখে, এই সফর স্মরণীয় হয়ে রইল। একইসঙ্গে তাঁর আগামীর জন্য শুভেচ্ছাবার্তাও দেওয়া হয় দলের তরফে। যেভাবে টুইটটি করা হয়েছে তা সাধারণভাবে সম্পর্ক ছেদের সময়েই করা হয়। বিশেষ করে দ্বিতীয় লাইনটিতে যেখানে গিলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

জল্পনায় ইন্ধন শুভমানের

এই টুইটটি রিটুইট করেছেন শুভমান গিল নিজেও। সঙ্গে দুটি ইমোজিও দিয়েছেন। একটি আলিঙ্গনের, অপরটি ভালোবাসার ইঙ্গিতবাহী ইমোজি। কিন্তু তিনি কোনও শব্দ লেখেননি। উল্লেখ্য, গত আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন শুভমান গিল। ১৬টি ম্যাচে তিনি ৪৮৩ রান করেছিলেন। গড় ৩৪.৫০, স্ট্রাইক রেট ১৩২.৩৩। গিলের ছক্কাতেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনালে গুজরাত টাইটান্সের খেতাব জয় সুনিশ্চিত হয়েছিল। শুভমান গিল এখন গ্ল্যামারগনের হয়ে কাউন্টি খেলতে গিয়েছেন। তার আগে জিম্বাবোয়ে সফরে একদিনের আন্তর্জাতিকে কেরিয়ারের প্রথম শতরানটি হাঁকিয়েছেন।

আইপিএল কেরিয়ার

আইপিএল কেরিয়ার

আইপিএলের মেগা নিলামে শুভমান গিলকে কলকাতা নাইট রাইট রাইডার্সের রিটেনশন লিস্টে দেখতে না পেয়ে অনেকেই অবাক হয়েছিলেন। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য এই পাঞ্জাবের ব্যাটারকে ওই বছরই দলে নেয় কেকেআর। ২০১৮ সালে গিল আইপিএলে ১৩ ম্যাচে ২০৩ রান করেন। পরের বছর ১৪ ম্যাচে করেন ২৯৬। ২০২০ সালে ১৪ ম্যাচে ৪৪০, ২০২১ সালে ১৭ ম্যাচে ৪৭৮ রান করেন। আইপিএলে মোট ৭৪টি ম্যাচে তাঁর রান ১৯০০। গড়৩২.২০, স্ট্রাইক রেট ১২৫.২৫। ১৪টি অর্ধশতরান রয়েছে, সর্বাধিক স্কোর ৯৬। গত আইপিএলে চারটি এবং আগের তিনটি আইপিএলে তিনটি করে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০১৮ সালে তিনি একটি অর্ধশতরান পেয়েছিলেন।

সোশ্যাল মিডিয়া সরগরম

জল্পনার ঝড়ের মধ্যে সোশ্যাল মিডিয়া অবশ্য দ্বিধাবিভক্ত। একাংশের দাবি, গিল গুজরাত টাইটান্সেই থাকছেন। যে টুইট করা হয়েছে সেটা নিছক মজা করতে বা বিভ্রান্তি ছড়াতেই। তবে এটিকে সিরিয়াস বলেও মনে করছেন অনেকে। এরই মধ্যে অন্তত ৫টি দলে গিলকে নেওয়ার দাবি জানিয়েছেন ক্রিকেট ভক্তরা। সবচেয়ে বেশি সংখ্যক সমর্থক চাইছেন, ট্রেডিংয়ে গিলকে দলে ফেরাক কলকাতা নাইট রাইডার্স। কেউ আবার গিলকে মুম্বই ইন্ডিয়ান্সেও দেখতে চাইছেন। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেও গিলকে দেখতে চাইছেন কিছু ক্রিকেটভক্ত। রবিন উথাপ্পা অবসর নেওয়ায় চেন্নাই সুপার কিংস দলে শূন্যতা তৈরি হয়েছে। রবীন্দ্র জাদেজাও চেন্নাই সুপার কিংসে থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অনেকের আশা, গিল সিএসকেতে যান, জাদেজাকে নিক গুজরাত টাইটান্স। এমনকী পাঞ্জাব কিংসেও তাঁকে দেখতে চাইছেন ভক্তরা। ছড়িয়েছে মিমও। এই জল্পনার জল কত দূর যায় সেটাই দেখার।

English summary
Gujarat Titan's Cryptic Tweet Leads Speculation On Shubman Gill's IPL Career. Fans Are Also Confused After Watching Gill's Reply.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X