For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুদিখানার কর্মচারী থেকে দুবাই আইপিএলের স্কোরার! এক অন্য রূপকথার গল্প

মুদিখানার কর্মচারী থেকে দুবাই আইপিএলের স্কোরার! এক অন্য রূপকথার গল্প

  • |
Google Oneindia Bengali News

এ যেন একেবারে রূপকথার গল্প। করোনা বাধা কাটিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীর মাঠে বসতে চলেছে আইপিএল। কোটি টাকার ক্রিকেট লিগ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আর আসন্ন এই আইপিএলে এবার বাঙালি যোগ। না বাঙালি কোনও ক্রিকেটার এবার আইপিএলে কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে ঢুকছেন, এমন নয়। এবার আইপিএলে ধোনি-কোহলি-রোহিতদের স্কোরার হয়ে বাংলা থেকে দুবাই উড়ে যাচ্ছেন এক বাঙালি। তার গল্প শুনলে বলতেই হয় এযেন গল্প হলেও সত্যি!

মুদিখানা থেকে দুবাইয়ে আইপিএল!

মুদিখানা থেকে দুবাইয়ে আইপিএল!

চুঁচুড়ার এক মুদিখানার দোকানের কর্মী সূর্যকান্ত পান্ডা। পেশায় মুদিখানায় হিসেবের কাজ করলেও ক্রিকেটের প্রতি তাঁর দারুণ ভালোবাসা।

এক অন্য রূপ কথার গল্প

এক অন্য রূপ কথার গল্প

ছেটবেলার অর্থের অভাবের পরিবার টানতে কাজ করতে শুরু করে দিয়েছিলেন। যেকারণে ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাই স্বপ্নই থেকে গিয়েছে সূর্যকান্তের।

ক্রিকেটই এবার তাঁকে আইপিএলে জায়গা দিচ্ছে

ক্রিকেটই এবার তাঁকে আইপিএলে জায়গা দিচ্ছে

শৈশব থেকেই ক্রিকেট খেলার প্রতি এক অদ্ভূত আকর্ষণ ছিল, সেই ক্রিকেটই এবার তাঁকে আইপিএলে জায়গা করে দিতে চলেছে।

রঞ্জি সহ বহু ক্রিকেট ম্যাচে স্কোরারের দায়িত্ব সামলেছেন

রঞ্জি সহ বহু ক্রিকেট ম্যাচে স্কোরারের দায়িত্ব সামলেছেন

নিষ্ঠার সঙ্গে মুদিখানার কাজ করার পাশাপাশি ক্রিকেটের নিয়মাবলি নিয়ে অবসর সময়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন সূর্যকান্ত। সেখান থেকেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের স্কোরার হওয়ার পরীক্ষায় বসে যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছেন। এরপর রঞ্জি-সহ বহু ক্রিকেট ম্যাচে স্কোরারের দায়িত্ব পালন করেন সূর্যকান্ত। ২০১৮ সালে সিএবির সেরা স্কোরার হিসেবে সূর্যকান্ত পুরস্কৃতও হয়েছেন।

এবার আইপিএলে দেখা যাবে তাঁকে

এবার আইপিএলে দেখা যাবে তাঁকে

এবার আসন্ন আইপিএলের ম্যাচের স্কোরার হিসেবে নির্বাচিত হয়েছেন সূর্য। বুধবার বেঙ্গালুরু উদ্দেশে রওনা হচ্ছেন সূর্যকান্ত। সেখান থেকে সরাসরি দুবাই উড়ে যাবেন তিনি।

আন্তর্জাতিক স্কোয়ার হতে চান

আন্তর্জাতিক স্কোয়ার হতে চান

এখানেই থেমে থাকা নয়, আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে স্কোরার হওয়ার স্বপ্ন দেখছেন সূর্যকান্ত। তাই এবার আইপিএলে মাঝেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি সারবেন বলে স্থির করেছেন তিনি।

English summary
Grocery store keeper Bengal man Suryakant will fly dubai as scorer in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X