For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমএস ধোনিকেই সর্বকালের সেরা ফিনিশার বললেন টিম ইন্ডিয়ার বিতর্কিত প্রাক্তন কোচ

এমএস ধোনিকেই সর্বকালের সেরা ফিনিশার বললেন টিম ইন্ডিয়ার বিতর্কিত প্রাক্তন কোচ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই যে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার, তা মানতে কোনও অসুবিধা নেই টিম ইন্ডিয়ার প্রাক্তন বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেলের। এমএস-কে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী বলেও আখ্যা দিয়েছেন দীর্ঘদিন পর প্রকাশ্যে মুখ খোলা অজি লেজেন্ড।

ধোনিকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়েছিলেন

ধোনিকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়েছিলেন

গুরু গ্রেগ চ্যাপেলের কোচিংয়েই ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ার অনুশীলনে এমএস-কে প্রথমবার ব্যাটিং করতে দেখেই তিনি মুগ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন গ্রেগ। ক্রিকেট বলে এত শক্তিশালী প্রহারে তিনি বিশ্বের অন্য কোনও ব্যাটসম্যানকে করতে দেখেননি বলে জানিয়েছেন বিতর্কিত গ্রেগ।

ধোনির ১৮৩

ধোনির ১৮৩

২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই ইনিংস তাঁর দেখা বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং পারফরম্যান্স বলে জানিয়েছেন গ্রেগ চ্যাপেল। তাঁর কথায়, ধোনি এমন ক্রিকেটার, বোলার যেখানেই বল ফেলুক, সেখান থেকে বড় স্ট্রোক নিতে পারেন।

সেরা ফিনিশার

সেরা ফিনিশার

মহেন্দ্র সিং ধোনিকেই বিশ্বের সেরা ফিনিশার বলে আখ্যা দিলেন গ্রেগ চ্যাপেল। তাঁর বক্তব্য, প্রথম দিকে তিনি ধোনির ম্যাচ শেষ করতে পারা নিয়ে চ্যালেঞ্জ করতেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার বিতর্কিত কোচ। অধিকাংশ ক্ষেত্রে ধোনি সেই চ্যালেঞ্জ জিততেন বলেও জানিয়েছেন গ্রেগ।

ধোনির কেরিয়ার

ধোনির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ান ডে ও ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মহেন্দ্র সিং ধোনি, তিন ফর্ম্যাটে যথাক্রমে ৪৮৭৬, ১০৭৭৩ ও ১৬১৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬টি শতরানও রয়েছে দেশের সর্বকালের সেরা অধিনায়কের।

আইপিএল উইন্ডো পাওয়া সত্যিই কি সম্ভব?‌ বিরাটদেরও কি এবার বেতন কাটা হবে? সৌরভের উত্তর...‌ আইপিএল উইন্ডো পাওয়া সত্যিই কি সম্ভব?‌ বিরাটদেরও কি এবার বেতন কাটা হবে? সৌরভের উত্তর...‌

English summary
Greg Chappell termed MS Dhoni as the best finisher of the history of world cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X