শুভমান-সুন্দর থেকে সিরাজ-শার্দুলদের সামনে অস্ট্রেলিয়ান তরুণরা প্রাইমারি স্কুলের ছাত্র! বিস্ফোরক গ্রেগ
ভারতের তরুণ ক্রিকেটারদের সামনে অস্ট্রেলিয়ান তরুণরা একেবারে যেন প্রাইমারি স্কুলের ছাত্র। অজিভূমে ভারতের সামনে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর নিজের দেশের যুবা ক্রিকেটারদের নিয়ে এমনই সমালোচনা করলেন গ্রেগ চ্যাপেল।

অজিভূমে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়
সদ্য ব্রিসবেন টেস্টে হেরে ভারতের বিরুদ্ধে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে ভারতকে হারিয়ে ১-০ ব্যবধানে টিম পেইনের দল এগিয়ে গিয়েছিল। এরপর মেলবোর্নে অজিঙ্ক রাহানের শতরানে ধাক্কা খেয়ে অজিদের হার। সিডনিতে এরপর শেষদিকে অশ্বিন ও হনুমার লড়াইয়ে অজিরা ম্যাচ জিততে ব্যর্থ হয়। ভারতের হয়ে পন্থ, হনুমা ও অশ্বিন সিডনি টেস্ট ড্র করান। সেখান থেকেই সিরিজের শেষ ম্যাচে ব্রিসবেন লড়াইয়ে, তরুণদের কাঁধের চেপে ভারতের অবিশ্বাস্য কামব্যাক। যার সুবাদে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য অজি ভূমে টেস্ট সিরিজ জিতল ভারত।

শুভমান-সুন্দরদের সাফল্যে খুশি চ্যাপেল
আর এই টেস্ট সিরিজ জয়ে সিরাজ থেকে শার্দুল, শুভমান থেকে ওয়াশিংটন সুন্দরের মতো তরুণরা বড় ভূমিকা নিয়েছেন। এই নিয়েই ভারতের প্রশংসা করলেন চ্যাপেল। বিসিসিআই যেভাবে তরুণ ক্রিকেটারদের উপর লগ্নি করে তার জন্যই ভারত সিনিয়র লেভেলে এই সাফল্য পাচ্ছে বলে মনে করছেন চ্যাপেল।

ভারতীয় তরুণদের প্রশাংসায় চ্যাপেল
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে চ্যাপেল বলেছেন, 'জাতীয় দলে সুযোগ পাওয়ার আগেই ভারতের তরুণ ক্রিকেটাররা যেভাবে তৈরী হওয়ার সুযোগ পায় তার ফলেই তাঁরা জাতীয় দলে এসে সাফল্যের মুখ দেখছে।'

কেন ভারতীয় তরুণটা অনেকটা এগিয়ে
সঙ্গে চ্যাপেল আরও বলেন, 'ভারতীয় তরুণরা অনুর্দ্ধ ১৬ পর্যায় থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের চাপ নিতে শিখে যায়। এই কারণেই ভারতীয় দলের তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে সুবিধে হয়।'

তরুণদের উপর বিনিয়োগ নিয়েও বললেন চ্যাপেল
তরুণ ক্রিকেটারদের পিছনে দেশের ক্রিকেট বোর্ডের বিনিয়োগ করা নিয়েও চ্যাপেল প্রশ্ন তুলে দিয়েছেন। চ্যাপেল বলেন, 'ভারত যেখানে তরুণদের উপর লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ড আয়োজন করতে মাত্র ৪৪ মিলিয়ন ডলার ব্যয় করে।'