For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যা বলছেন শচীন, দাবি উড়িয়ে সাফাই গ্রেগ চ্যাপেলের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শচীন
নয়াদিল্লি, ৪ নভেম্বর: শচীন তেন্ডুলকরের দাবি উড়িয়ে দিয়ে পাল্টা সাফাই দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। বললেন, তিনি কোচ থাকাকালীন কখনও কোনও খেলোয়াড়ের ওপর নিজের মতামত জোর করে চাপিয়ে দেননি। শচীন তেন্ডুলকরের অভিযোগ সর্বৈব মিথ্যা বলেও দাবি করেছেন তিনি।

আগামী ৫ নভেম্বর বিশ্ব জুড়ে প্রকাশিত হবে শচীন তেন্ডুলকরের আত্মজীবনী 'প্লেয়িং ইট মাই ওয়ে'।

তাঁর আত্মজীবনীতে 'ক্রিকেটের ঈশ্বর' বলেছেন, ভারতীয় ক্রিকেট দলে গ্রেগ চ্যাপেলের ভূমিকা ছিল 'রিং মাস্টার'-এর মতো। তিনি নিজের ইচ্ছা-অনিচ্ছা জোর করে চাপিয়ে দিতে ক্রিকেটারদের ওপর। তাতে কে কী মনে করল, কতটা অসুবিধা হল ইত্যাদি বিষয়গুলিকে পাত্তা দিতেন না। এখানেই থামেননি শচীন। তিনি বলেছেন, "২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর কিছুদিন বাকি ছিল। গ্রেগ চ্যাপেল আমার বাড়িতে আসেন। প্রস্তাব দেন, রাহুল দ্রাবিড়ের বদলে আমি যেন ক্যাপ্টেন হই। তখন রাহুল দ্রাবিড় ছিলেন দলের ক্যাপ্টেন। তিনি বলেন, আমি ক্যাপ্টেন হলে ভালো হবে। ক্রিকেট দলের ওপর আমাদের দু'জনের নিরঙ্কুশ আধিপত্য থাকবে। অঞ্জলি তখন আমার পাশেই বসেছিল। এ কথা শুনে সে-ও আশ্চর্য হয়ে যায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে, কোচ হলেও ক্যাপ্টেনের প্রতি ওঁর বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। গ্রেগ চ্যাপেলের প্রস্তাব আমি তৎক্ষণাৎ খারিজ করে দিই।"

শচীন আরও লিখেছেন, "চেষ্টা করেও যখন আমাকে রাজি করাতে পারলেন না, তখন হতাশ হয়েই ওঁকে ফিরে যেতে হয়েছিল।"

প্রসঙ্গত, শুধু রাহুল দ্রাবিড় নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও খারাপ সম্পর্ক ছিল গ্রেগ চ্যাপেলের।

English summary
Greg Chappell dismisses claim by Sachin Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X