For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ জন্মদিন ভারতীয় ক্রিকেটের 'রেনেশাঁ ম্যানের', গুগল স্মরণ করল ডুডলে

আজ ভারতীয় ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের ৭৮তম জন্মবার্ষিকী। গুগল তার উপর একটি ডুডল তৈরি করেছে।

  • |
Google Oneindia Bengali News

তাঁকে বলা হয় ভারতীয় ক্রিকেটের 'রেনেশাঁ ম্য়ান'। বলা হয় স্পিনের বিরুদ্ধে তিনিই সেরা ব্যাটসম্যান ছিলেন। বুধবার সেই গোয়ার জন্মানো মুম্বইয়ের ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের ৭৮তম জন্মদিন। দিনটিকে স্মরণ করেছে গুগল। এদিনের গুগল ডুডলটি করা হয়েছে তাঁকে কেন্দ্র করেই।

ভারতীয় ক্রিকেটের রেনেশাঁ ম্যানের ৭৮তম জন্মদিন

ভারতীয় ক্রিকেটে সারদেশাইয়ের বিভিন্ন কীর্তি থাকলেও তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন ১৯৭১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। তখনকার ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিয়ান পেস আক্রমণ সামলে তিনি ওই সিরিজে করেছিলেন ৬৪২ রান। তারমধ্যে ছিল ৩টি সেঞ্চুরি, সর্বোচ্চ ছিল ২১২। তাঁর এই পারফরম্যান্সে ভর করেই ভারত প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জেতে।

শোনা যায় সেই সিরিজে নাকি তাঁর দলে সুযোগ পাওয়ারই কথা ছিল না। একরকম ভাগ্যের জোরেই দলে আসেন, এবং সেই সুযোগকে অসাধারণভাবে কাজে লাগান। আর ফিরে তাকাতে হয়নি। ওই বছরই ইংল্যান্ডে ভারত তার প্রথম টেস্ট সিরিজ জেতে। ভারতের জেতা ওভাল টেস্টের দুই ইনিংসে সারদেশাইয়ের রান ছিল যথাক্রমে ৫৪ ও ৪০।

মোচ ৩০টি টেস্টে দিলীপ সারদেশাইয়ের মোট রান ছিল ২০০১। গড় ছিল ৩৯.২৩। করেছেন ৫টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি। ১৯৬১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কানপুরে অবিষেক হয় তাঁর টেস্ট ক্রিকেটে। ৭২-এ দিল্লিতে সেই ইংল্য়ান্জের বিরুদ্ধেই টেস্ট ক্যাপ তুলে রেখেছিলেন এই প্রতিবাবান ব্যাটসম্য়ান। ২০০৭ সালের ২ জুলাই ৬৬ বছর বয়সে শেষ করেন জীবনের ইনিংস।

English summary
Today is the 78th birth anniversary of Indian Cricketer Dilip Sardesai. Google has made a doodle on him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X