For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়কটের এই কীর্তি জানলে, আপনিও তাঁকে বয়কট করবেন

বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করেও বিশেষ কিছু হল না জিওফ্রে বয়কটের 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হল জিওফ্রে বয়কটকে। নাইটহুড না পাওয়ার দুঃখে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ইংলিশ এই ব্যাটসম্যান।

[আরও পড়ুন:ময়দানে বোমা, কেঁপে গেল দুই প্রধান ]

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন বয়কট। জানিয়েছিলেন মুখে কালো রঙ মেখে নিলে এতদিনে তিনি নাইট উপাধি পেয়ে যেতেন। একটি চ্যানেলের একটি অনুষ্ঠানে বয়কট জানিয়েছিলেন তাঁকে দু'বার নাইটহুড দেওয়ার কথা ভেবেও তা দেওয়া হয়নি। শুধু এটুকু বলেই থামেননি তিনি। বিষোদগার করে বলেছিলেন 'যেভাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মুড়ি-‌মুড়কির মতো নাইটহুড দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে, মুখে কালো রং মেখে নিলে এতদিনে নাইটহুড পেয়ে যেতাম।'

বয়কটের এই কীর্তি জানলে, আপনিও তাঁকে বয়কট করবেন

গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস-‌সহ যে ১১ জন ক্যারিবিয়ান ক্রিকেটার নাইটহুড পেয়েছেন বয়কট তাঁদের এভাবে অসম্মান করলেন কী করে এই সমালোচনার ঝড়ের মুখে পড়েন প্রাক্তন এই ইংলিশ ক্রিকেটার। ‌ পরে ক্ষমা চেয়ে নিয়ে বয়কট বলেন, '‌আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল। এখন মনে হচ্ছে, তার জবাবে আমি যেটা বলেছিলাম, সেটা মেনে নেওয়া যায় না। ইচ্ছে করে কিছু বলিনি, তবে যা বলেছি, সেটা সম্পূর্ণ ভুল। তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। সারা জীবন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে ভালবেসেছি। তাদের ক্রিকেটারদের জন্য আমার অগাধ শ্রদ্ধা আছে।'‌‌‌

এদিকে একবার ডিন জোন্স হাসিম আমলাকে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করে টিভি সংস্থায় ধারবিবরণীর থেকে বরখাস্ত হয়েছিলেন। তবে বয়কটকে কেই বয়কট করলেন না। একটি ইংলিশ সংবাদমাধ্যমের বিশিষ্ট মতদাতাকে তাঁর পদেই রেখে দিল সংবাদ মাধ্যম। শুধুমাত্র ক্ষমা চেয়েই এত বড় অপরাধ করেও পার পেয়ে গেলেন প্রাক্তন এই ইংলিশ তারকা।

English summary
Geoffery Boycott appologise for his abbusive comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X