For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs SA: ‘এই ভাবে কখনও তরুণ প্রজন্মের আদর্শ হওয়া যায় না’, বিরটের আচরণকে তীব্র ধিক্কার গম্ভীরের

‘এই ভাবে কখনও তরুণ প্রজন্মের আদর্শ হওয়া যায় না’, বিরটের আচরণকে তীব্র ধিক্কর গম্ভীরের

Google Oneindia Bengali News

বহু বার বিভিন্ন ভাবে বাইশ গজে আবেগের বিস্ফোরণা ঘটিয়েছেন বিরাট কোহলি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেলেও আবেগ নিয়ন্ত্রণ করার বিষয়ে ডাহা ফেল বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে তৃতীয় টেস্টে তিনি যে ভাবে স্টাম্প মাইকের সামনে মুখ এনে ক্ষোভ উগড়ে দিয়েছেন তা মোটেই ভাল চোখে দেখছে না দেশের ক্রীড়া মহল।

এই ভাবে কখনও তরুণ প্রজন্মের আদর্শ হওয়া যায় না’, বিরটের আচরণকে তীব্র ধিক্কর গম্ভীরের

স্টাম্প মাইক বিতর্কে মুখ খুলে কোহলির আচরণের বিরুদ্ধে গর্জে উঠলেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের প্রধাণ কাণ্ডারী। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেছেন, "অত্যন্ত খারাপ (আচরণ)। যে ভাবে কোহলি স্টাম্প মাইকের সামনে গিয়ে কথা বলে তা তাঁর অপরিণত মানসিকতারই প্রমাণ দেয়। একজন আন্তর্জাতিক অধিনায়কের কাছ থেকে এটা আপনি আশা করেন না, একজন ভারতীয় দলের অধিনায়কের থেকে কখনওই এটা কাম্য নয়।"

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরিয়ানে ময়াঙ্ক আগারওয়ালও এই রকমই একটা সুবিধা পেয়েছিল। কিন্তু প্রোটিয়া অধিনায়ক কোহলির মতো ব্যবহার করেননি। এই প্রসঙ্গ টেনে গম্ভীর বলেছেন, "প্রথম ইনিংসে লেগ সাইডে ময়াঙ্ক আগারওয়ালের একটি কট বিহাইন্ডের ক্ষেত্রে ৫০-৫০ সুযোগ ছিল। সেই সময়ে টেকনলজি তোমার হাতে ছিল না। খালি চোখে মনে হচ্ছিল ময়াঙ্ক আউট। (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিদ্ধান্ত গেলেও) ডিন এলগার কিন্তু এই ধরনের আচরণ করেনি।"

জাতীয় দলের প্রাক্তন ওপেনার স্পষ্ট জানিয়েছেন, এই রকম ভাবে কোনও দিনই তরুণ প্রজন্মের আদর্শ হয়ে উঠতে পারবেন না বিরাট কোহলি। তিনি বলেন, "আপনারা যাই বলুন না কেন, বেশি আবেগপ্রবণ হওয়ার সমর্থনে বলা হয় ও হৃদয় দিয়ে খেলে। কিন্তু এগুলো অতিরঞ্জিত ছাড়া আর কিছুই নয়। এই ভাবে কখনও আদর্শ হওয়া যায় না। কোনও উদীয়মান ক্রিকেটার এই ধরনের প্রতিক্রিয়া দেখতে চাইবে না, বিশেষ করে ভারতীয় দলের অধিনায়কের কাছ থেকে।" ভারতের জার্সিতে দু'টি বিশ্বকাপ জয়ের মূল কারিগরের আরও সংযোজন, "এই টেস্ট ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আপনি কখনওই এক জন অধিনায়কের থেকে এই আচরণ আশা করেন না, বিশেষ করে যে এত দিন ধরে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আমার মনে হয় রাহুল দ্রাবিড় ওর সঙ্গে কথা বলেছে কারণ দ্রাবিড় যে ধরনের অধিনায়ক ছিলেন তাতে তিনি কখনওই এই ভাবে প্রতিক্রিয়া দিতেন না।"

English summary
Virat Kohli slams the DRS after a LBW decision was overturned against Team India. He also expressed his discomfort with the decision. He went to the stump mike and mocks the system. Cricket fraternity did not support this attitude. Former India cricketer Gautam Gambhir said virat can not be a role model for youngster in this way. He proved his immaturity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X