For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিআরএস থাকলে কুম্বলের উইকেট সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াত, আভাস গম্ভীরের

ডিআরএস থাকলে কুম্বলের উইকেট সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াত, আভাস গম্ভীরের

  • |
Google Oneindia Bengali News

লেজেন্ড অনিল কুম্বলে যে ধাঁচের বোলার, তাতে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেন গৌতম গম্ভীর। ডিশিসন রিভিউ সিস্টেম বা ডিআরএস-এর ব্যবহার চালু থাকলে কুম্বলের উইকেট সংখ্যা কোথায় গিয়ে পৌঁছতে পারত, তার আভাস দিলেন গাউতি।

অনিল কুম্বলের কেরিয়ার

অনিল কুম্বলের কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১৩২টি টেস্ট ও ২৭১টি ওয়ান ডে ম্যাচ খেলা অনিল কুম্বলে যথাক্রমে ৬১৯ ও ৩৩৭টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৫ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন জাম্বো।

ডিআরএস থাকলে আরও উইকেট

ডিআরএস থাকলে আরও উইকেট

টেস্টে নেওয়া উইকেট সংখ্যার নিরিখে বিশ্ব তালিকায় লেজেন্ড মুথাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্নের পরেই অনিল কুম্বলের স্থান। তবে ডিশিসন রিভিউ সিস্টেম বা ডিআরএস-এর ব্যবহার চালু থাকলে অনিল কুম্বলের টেস্ট উইকেটের সংখ্যা আরও বেশি হত বলে মনে করেন গৌতম গম্ভীর। সেক্ষেত্রে মুরলী ও ওয়ার্নকে ছাপিয়ে জাম্বো ৯০০ উইকেট নিতেন বলে মনে করেন জাম্বো।

স্পিনার হরভজন

স্পিনার হরভজন

অনিল কুম্বলের পর ভারতীয় ক্রিকেটে যদি আর কোনও শ্রেষ্ঠ স্পিনার থাকেন, তবে তিনি হরভজন সিং বলে মনে করেন গৌতম গম্ভীর। ভারতের হয়ে টেস্টে ৪১৭ উইকেট নিয়েছেন ভাজ্জি। ডিশিসন রিভিউ সিস্টেম বা ডিআরএস-এর ব্যবহার চালু থাকলে টার্বুনেটর টেস্টে কম করে ৭০০ উইকেট পেতেন বলে মনে করেন দিল্লির বিজেপি সাংসদ।

কুম্বলে সেরা অধিনায়ক

কুম্বলে সেরা অধিনায়ক

অনিল কুম্বলেকে ভারতের সেরা অধিনায়ক বলে আখ্যা দিয়েছেন গৌতম গম্ভীর। জানিয়েছেন, ২০০৮ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলতে নামার আগে অধিনায়ক কুম্বলের কাছ থেকে তিনি যে ভরসা পেয়েছিলেন, তা দেশের অন্য কোনও নেতার কাছ থেকে তিনি পাননি।

English summary
Gautam Gambhir says that DRS will increase legend Anil Kumble's international wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X