For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টেও ভালো খেলতে হবে রোহিতকে, বললেন গম্ভীর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামার আগে ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাটিংয়ের ভূয়শী প্রশংসা করেছেন প্রাক্তনী গৌতম গম্ভীর।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামার আগে ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাটিংয়ের ভূয়শী প্রশংসা করেছেন প্রাক্তনী গৌতম গম্ভীর।

হবে নাই বা কেন! ব্যাট হাতে দুর্দান্ত টাচে থাকা রোহিত শর্মা ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ ৬৪৮ রান করেছেন। একই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করে নয়া রেকর্ডের মালিক হয়েছেন। তাঁর সেই ফর্ম অব্যাহত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অর্ধ শতরান করেছেন হিটম্যান। তবে টেস্টে রোহিত শর্মাকে আরও বেশি পরিণত হতে হবে বলে মনে করেন গৌতম গম্ভীর।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
ব্যাটে জিপিএস

ব্যাটে জিপিএস

গৌতম গম্ভীরের কথায়, রোহিত শর্মার ফ্রি ফ্লোয়িং স্ট্রোক দেখলে মনে হয় যে সাদা বলকে বাউন্ডারির বাইরে সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য তাঁর ব্যাটে জিপিএস লাগানো আছে। রোহিতের মতো সাবলীল ব্যাটিং করার ক্ষমতা এই মুহূর্তে বিশ্বের অন্য কোনও ব্যাটসম্যানের মধ্যে নেই বলেও দাবি গম্ভীরের। রোহিতের ব্যাটিং দেখলে কোচিং ম্যানুয়ালের প্রয়োজন হয় না বলেও বক্তব্য ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যের।

গৌতম উবাচ

গৌতম উবাচ

রোহিত শর্মার মতো ব্যাটসম্যান যে সীমিত ওভারে বিশ্বের যে কোনও বোলারের কাছে ত্রাসের কারণ, তা মেনে নিয়েছেন হিটম্যানের এক সময়ের সতীর্থ গৌতম গম্ভীর। সেই সঙ্গে তিনি এও মনে করেন, ওয়ান ডে, টি-টোয়েন্টি তো একদিকে রাখলে ব্যাটসম্যানের আসল পরীক্ষা কিন্তু হয় টেস্ট ক্রিকেটে। কারণ এই ফর্ম্যাটে ব্যাটসম্যানদের অনেক বেশি পরিণত হতে হয় বলেই মনে করেন গম্ভীর। সেদিক থেকে দেখলে রোহিতের টেস্ট রেকর্ড ততটা আকর্ষণীয় নয় বলেই স্মরণ করিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ওপেনার।

সমাধান

সমাধান

সীমিত ওভারের মতো টেস্ট ক্রিকেটেও রোহিত শর্মাকে ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে হবে বলে মনে করেন গৌতম গম্ভীর। টেস্টে ব্যাট হাতে ভালো কিছু করতে রোহিত প্রয়োজনে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও দ্য ওয়াল রাহুল দ্রাবিড়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন বলে মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ।

পন্থের সুযোগ

পন্থের সুযোগ

মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে তরুণ ঋষভ পন্থের সামনে সুযোগের দরজা খুলে গিয়েছে বলে মনে করেন গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজ সফর দেশের তরুণ উইকেটরক্ষকের কাছে অ্যাসিড বলে মনে করেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ওপেনার।

English summary
Gautam Gambhir says Rohit Sharma needs to carry his good form into test cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X