For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌতম গম্ভীর প্রশংসা করলেন আবেশের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশে দেখতে চান কাদের?

Google Oneindia Bengali News

কটকে কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামছে ঋষভ পন্থের ভারত। প্রথম ম্যাচে দিল্লিতে ২১১ রান তুলেও ভারত জিততে পারেনি। বোলিং ও ফিল্ডিংয়ে ভারতের বেশ কিছু খামতি পরিলক্ষিত হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুলরা নেই। যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে থেকেও সেরা এগারো ভারত বেছে নিতে পারেনি বলেই উপলব্ধি গৌতম গম্ভীরের।

দীপক হুডার পক্ষে সওয়াল

আইপিএলে ১৬ ইনিংসে ১৮৩.৩৩ স্ট্রাইক রেট রেখে ৩৩০ রান করার সুবাদে ২০১৯ সালের পর ভারতীয় দলে ডাক পেয়েছেন দীনেশ কার্তিক। তিন বছর পর মেন ইন ব্লু-র হয়ে তিনি যখন ব্যাট হাতে নামেন তখন বাকি ছিল পাঁচটি বল। দীনেশ কার্তিক করেন ২ বলে ১ রান। গম্ভীরের মতে, কার্তিকের জায়গায় খেলানো উচিত ফর্মে থাকা দীপক হুডাকে। তিনি বলেন, ভারত যখন দীনেশ কার্তিককে সুযোগ দিয়েছে, তখন আপাতত কয়েকটি ম্যাচে তাঁকেই খেলাবে। কিন্তু হুডা যে ফর্মে রয়েছেন তাতে তাঁকেই খেলানো উচিত ছিল।

বড় পরিবর্তন নয়

বড় পরিবর্তন নয়

গম্ভীর আরও বলেন, আমার মনে হয় না আগামী কয়েকটি ম্যাচে ভারতীয় দলে তেমন পরিবর্তন হবে বলে। একমাত্র যদি না উইকেট খুব শুষ্ক হয়। সেক্ষেত্রে ভারত একজন সিমার কমিয়ে লেগ স্পিনার রবি বিষ্ণোইকে নিতে পারে। দলে তৃতীয় সিমার হিসেবে হার্দিক পাণ্ডিয়া তো রয়েছেনই। আক্রমণাত্মক বিকল্প হিসেবে কার্যকরী হতে পারেন দুই রিস্ট স্পিনার। কিন্তু মাঠ যদি বড় না হয় এবং উইকেটে স্পিনারদের জন্য কিছু নেই বলেই মনে হয়, তাহলে ভারতের দলে পরিবর্তন দেখা যাবে না বলেই মনে করেন গম্ভীর।

আবেশের প্রশংসা

আবেশের প্রশংসা

দিল্লি ম্যাচে ভারত নেমেছিল তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে। তবে একমাত্র আবেশ খান ছাড়া দলের সব বোলারই ওভারপিছু দশের বেশি রান দিয়েছেন। আবেশ ৪ ওভারে ৩৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তাঁর দলের পেসার আবেশের প্রশংসা করে বলেন, একজন ভালো ফাস্ট বোলারের যা গুণ থাকা দরকার সব রয়েছে আবেশের, তাঁর বয়সও কম। শেখার আগ্রহ আছে। ফলে কঠোর পরিশ্রম চালিয়ে গেলে আবেশ অসাধারণ বোলার হবেন। শুধু টি ২০ নয়, সব ফরম্যাটের ক্ষেত্রেই। টি ২০-তে যে কোনও সময় বল হাতে ভালো পারফর্ম করার দক্ষতা যে আবেশের রয়েছে, সেটা বুঝিয়ে দেন গম্ভীর।

ভারতীয় দলে ইতিবাচক পরিস্থিতি

ভারতীয় দলে ইতিবাচক পরিস্থিতি

আবেশকে লম্বা রেসের ঘোড়া বলেই মনে করছেন গম্ভীর। আবেশ প্রথম ম্যাচে প্রথম ওভারে ১৫ দিলেও পরের তিনটি ওভারে দেন ২০ রান। গম্ভীর বলেন, এই ধরনের দক্ষতা আসে ভালো পেস থাকলেই। ভালো পেস তিন পর্যায়েই আত্মবিশ্বাস বাড়ায়। আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ ও জসপ্রীত বুমরাহর মতো পেস বেশি বোলারের মধ্যে দেখি না। ফলে তাঁদের একস্ট্রা প্রোটেকশন দরকার। উল্লেখ্য, ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় দলে খুব বেশি পরিবর্তন আনার পক্ষপাতী নন। ফলে কটকের উইকেট স্পিন সহায়ক হলেই শুধু দলে স্পিনারের সংখ্য়া বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্শদীপ সিংয়ের অভিষেক নিয়ে জল্পনা রয়েছে। আজ বিকেলে নেট সেশনে কিছু ইঙ্গিত মিলতে পারে। ভারতীয় দলে যে সুস্থ প্রতিযোগিতা রয়েছে তা ইতিবাচক বলেই মনে করেন গম্ভীর। তাঁর মতে, এই পরিস্থিতি প্রত্যেকের সেরাটা বের করে আনতে পারে। আবেশের পাশাপাশি মহসীন খানের প্রশংসাও করেন গম্ভীর।

English summary
Gautam Gambhir Opines Dinesh Karthik Should Be Replaced By In Form Dipak Hooda Against South Africa. He Also Delivers Strong Message For Avesh Khan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X