For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গম্ভীর বনাম আফ্রিদি, একে অপরকে তীব্র আক্রমণ দুই প্রাক্তন ক্রিকেটারের!

ফের গম্ভীর বনাম আফ্রিদি, একে অপরকে তীব্র আক্রমণ দুই প্রাক্তন ক্রিকেটারের!

  • |
Google Oneindia Bengali News

ফের তীব্র কথার যুদ্ধে অবতীর্ণ হলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ও পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি। পাক লেজেন্ডকে 'জোকার' বলে সম্বোধন করেছেন ভারতের ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের নায়ক। পাল্টা দিয়েছেন আফ্রিদিও। সবমিলিয়ে করোনা আতঙ্কেও সরগরম সোশ্যাল মিডিয়া।

মোদীকে আক্রমণ আফ্রিদির

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক ভিডিও-তে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানাতে শোনা যায়। সেখানে মোদীকে 'কাপুরুষ' বলেও আক্রমণ করেন পাক লেজেন্ড। অভিযোগ আনেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নাকি কাশ্মীরকে জবরদখল করে রেখেছে।

গম্ভীরের উত্তর

গম্ভীরের উত্তর

আগের মতো আবারও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। আফ্রিদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে 'জোকার' বলে সম্বোধন করেছেন দিল্লির বিজেপি সাংসদ। আফ্রিদিকে '১৬ বছরের মানুষ' বলেও কটাক্ষ করেছেন গম্ভীর। কাশ্মীরে আধিপত্য কায়েমের স্বপ্ন দেখার আগে শাহিদ আফ্রিদিকে ১৯৭১-র বাংলাদেশ যুদ্ধের হার স্মরম করিয়েছেন গৌতম গম্ভীর।

আফ্রিদির পাল্টা

আফ্রিদির পাল্টা

সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরের আক্রমণের জবাব দিয়েছেন শাহিদ আফ্রিদি। তাঁর কথায়, 'ভারতের প্রাক্তন ওপেনার ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের শংকর প্রজাতির মানুষ'। গম্ভীরের মতো মানুষকে করাচিতে 'সরয়াল' বলে ডাকা হয় বলে জানিয়েছেন আফ্রিদি।

গম্ভীর বনাম আফ্রিদি

গম্ভীর বনাম আফ্রিদি

উল্লেখ্য নিজের জীবনী নির্ভর বই-তে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে তীব্র আক্রমণ করেছিলেন শাহিদ আফ্রিদি। তাঁর জবাবও দিয়েছিলেন গাউতি। দুই ক্রিকেটারের এই শত্রুতা বাইশ গজ থেকেই শুরু হয়েছিল। যা চলছে নিরন্তর।

কোয়েস ইস্টবেঙ্গলকে কেন আইনি চিঠি ধরালেন স্প্যানিশ ফুটবলারকোয়েস ইস্টবেঙ্গলকে কেন আইনি চিঠি ধরালেন স্প্যানিশ ফুটবলার

English summary
Gautam Gambhir lashes out on Shahid Afridi once again in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X