For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়কত্ব ছাড়ার পর আরও এক সাহসী ঘোষণা গম্ভীরের, এমন নজির আইপিএলে আর নেই

আইপিএলে গৌতম গম্ভীরকে ২.৮ কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। সেই টাকা তিনি নেবেন না। ফিরিয়ে দিয়ে বিনা পারিশ্রমিকে খেলবেন বলে জানিয়ে দিয়েছেন গোতি।

  • |
Google Oneindia Bengali News

দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের পদ থেকে নিজে সরে গিয়েছেন গৌতম গম্ভীর। বুধবার নিজে ঘোষণা করেছেন, ফ্র্যাঞ্চাইজির চাপে নয়, নিজে থেকেই সরছেন তিনি। গম্ভীরের জায়গায় অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। একইসঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণাও গম্ভীর করেছেন।

অধিনায়কত্ব ছাড়ার পর আরও এক সাহসী ঘোষণা গম্ভীরের, এমন নজির আইপিএলে আর নেই

আইপিএলে তাঁকে ২.৮ কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। সেই টাকা তিনি নেবেন না। ফিরিয়ে দিয়ে বিনা পারিশ্রমিকে খেলবেন বলে জানিয়ে দিয়েছেন গোতি।

এই প্রথমবার কোনও আইপিএল খেলোয়াড় অথবা অধিনায়ক নিজের বেতনের টাকা এভাবে ফিরিয়ে দিলেন। টাকা সর্বস্ব ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় এমনটা যে কেউ করতে পারেন তা এককথায় ভাবা যায় না। তবে গম্ভীর তা করে দেখালেন।

ছয় ম্যাচ গম্ভীরের নেতৃত্বে খেলে দিল্লি মাত্র একটিতে জিতেছে। হেরেছে পাঁচটিতে। গম্ভীর নিজে সবমিলিয়ে মাত্র ৮৫ রান করেছেন। যাক মধ্যে একটি ৫৫ রানের ইনিংস রয়েছে। বাকী একটি ম্যাচে ব্যাট করেননি। এবং চারটি ম্যাচ মিলিয়ে করেছেন সর্বসাকুল্যে ৩০ রান।

অধিনায়কত্ব ছাড়ার পরেও দিল্লি দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকার কথা বলেছেন গম্ভীর। আইপিএল শেষ হলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবে গম্ভীর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

English summary
Gautam Gambhir has decided to forego his entire Rs 2.8 crore salary of IPL, will play for free as Delhi Daredevils player
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X