ও কোনও দিনও ধোনি হতে পারবে না, কার উদ্দেশ্যে এমন বললেন গৌতম গম্ভীর
'ও কোন দিনও ধোনি হতে পারবে না!', আইপিএলের মাঝে ভারতীয় ক্রিকেটারকে নিয়ে ঠিক এমনটাই বললেন গৌতম গম্ভীর। ২০২০ সালের অগাস্টে দেশের জার্সিতে অবসর নিয়েছেন ধোনি। ফলে ভারতীয় ক্রিকেটে মাহির জুতোয় আগামী দিনে পাকাপাকিভাবে কে পা গলাবে সেই নিয়ে চর্চা রয়েছে।

কাকে উদ্দশ্য করে, এমন বললেন গম্ভীর
এক প্রতিক্রিয়ায় গম্ভীর ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে উদ্দেশ করে এমনটা বলেন। গম্ভীর আরও বলেছেন, 'প্রথমেই ঋষভ পন্থ পরবর্তী মহেন্দ্র সিং ধোনি হতে চলেছে, এই তুলনা বন্ধ করা উচিত। মিডিয়ায় এই আলোচনা বন্ধ হওয়ার সময় এসেছে।'

গম্ভীর আরও কী বললেন
সঙ্গে গম্ভীর আরও জুড়েছেন, 'পন্থকে ধোনির সঙ্গে সর্বক্ষণ তুলনা করা একেবারেই ভুল। মিডিয়ায় সারক্ষণ এই আলোচনার কারণে পন্থের উপরও এর প্রভাব পড়ে। পন্থকে মাথায় রাখতে হবে ওকে নিজের নাম তৈরি করতে হবে। ধোনির ছায়ায় এগিয়ে যেতে চাইলে পন্থ হারিয়ে যাবে। '

কেন পন্থকে ধোনির সঙ্গে তুলনা করেন, প্রশ্ন তুললেন গম্ভীর
কেন পন্থকে ধোনির সঙ্গে তুলনা করেন, প্রতিক্রিয়ায় সেই প্রশ্নও তুলে দিয়েছেন গম্ভীর। গৌতম বলেছেন, 'ধোনির কেরিয়ারের শেষ সময়ের দিকে পন্থের উত্থান। ও বড় ছক্কা হাঁকাতে পারে। সেই কারণেই ধোনির সঙ্গে পন্থের নাম জুড়ে গিয়েছে। পন্থকে এখনও অনেক কিছু ঠিক করতে হবে। ব্যাটিংয়ের পাশাপাশি পন্থকে ওর কিপিংয়েও অনেক উন্নতি আনতে হবে। '

আইপিএলে পন্থের পারফর্ম্যান্স
আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত ব্যাট হাতে অবশ্য জ্বলে উঠতে পারেননি পন্থ। লিগে ১২ ম্যাচ খেলে ২৮৫ রান হাঁকিয়েছেন। বাঁ-হাতি ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটে এখনও একটিও হাফ সেঞ্চুরি আসেনি।

জগন্নাথপুরে বিজেপিতে যোগ শতাধিক মুসলিম পরিবার