For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা তহবিলে কেন ১ টাকা অনুদান দিতে বললেন গৌতম গম্ভীর?

করোনা তহবিলে কেন ১ টাকা অনুদান দিতে বললেন গৌতম গম্ভীর?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দরাজ হস্ত গৌতম গম্ভীর, এবার দেশের সহ-নাগরিকদেরও একই পথে হাঁটতে বললেন। এক্ষেত্রে এক অভিনব উপায় বলেছেন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। কী বললেন দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর, তা এক নজরে দেখে নেওয়া যাক।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। মৃত্যু হয়েছে চারশোরও বেশি মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে দুই বার স্থগিত করা হয়েছে আইপিএল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে স্থগিত রাখা হয়েছে অন্যান্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও। ক্রিকেট থেকে অনেক দূরে ঘরবন্দি থেকে সময় কাটছে ক্রিকেটারদের। কেউ শরীরচর্চায় মেতে রয়েছেন। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর কী বললেন, তা জেনে নেওয়া যাক।

গম্ভীরের অবদান

গম্ভীরের অবদান

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় প্রথমে নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা অনুদান দেন গৌতম গম্ভীর। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা তহবিলে ব্যক্তিগতভাবে আরও ৫০ লক্ষ টাকা দেন ভারতের প্রাক্তন ওপেনার। একই সঙ্গে নিজের দুই বছরের বেতনও ওই তহবিলে জমা দেওয়ার কথা জানান গাউতি।

এক টাকাও যথেষ্ট

এক টাকাও যথেষ্ট

এবার দেশের সহ-নাগরিকদেরও তাঁর পথে হাঁটার কথা বললেন গৌতম গম্ভীর। বললেন, অনুদান পাহাড় প্রমাণ না হলেও, দেশের প্রত্যেক নাগরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা তহবিলে ১ টাকা করে দিলে তা সমুদ্রে পরিণত হবে।

কী বললেন গম্ভীর

কী বললেন গম্ভীর

এই কঠিন সময়ে দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন গৌতম গম্ভীর। বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই জিততে হলে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা আবশ্যক।

English summary
Gautam Gambhir belives only 1 rupee contribution is very big to fight coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X