For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেএল রাহুলকে অধিনায়ক করার প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা, ১৭ কোটির প্রাইস ট্যাগ নিয়ে কী বললেন গম্ভীর

কেএল রাহুলকে অধিনায়ক করার প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা, ১৭ কোটির প্রাইস ট্যাগ নিয়ে কী বললেন গম্ভীর

Google Oneindia Bengali News

আসন্ন আইপিএল-এ অভিষেক হতে চলেছে লখনউ সুপার জায়েন্টস-এর। মাঠে নামতে এখনও ঢের বাকি, তার আগে তারকাখচিত সাপোর্ট স্টাফ নিযুক্ত করে তাক লাগিয়ে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর, প্রধান কোচ হিসেবে রয়েছে জিম্বাবয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার।

কেএল রাহুলকে অধিনায়ক করার প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা, ১৭ কোটির প্রাইস ট্যাগ নিয়ে কী বললেন গম্ভীর

মেগা নিলামের জন্যও ঘুঁটি সাজিয়ে ফেলেছে গৌতম গম্ভীরের মেন্টরশিপে থাকা এই দল। আসন্ন মেগা নিলামে কী প্ল্যান এবং লোকেশ রাহুলকে দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত করার নেপথ্যে কী কারণ রয়েছে, সেই সব বিষয়ে এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা এবং গৌতম গম্ভীর।

১৭ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে দলে নিয়েছে লখনউ, এই প্রাইস ট্যাগের কারণে ওপেনিং ব্যাটারের উপর যে একটা অদৃশ্য চাপ কাজ করবে তা নিশ্চিত। যদিও গম্ভীর জানিয়েছে, প্রাইস ট্যাগের কোনও প্রেসার থাকবে না, রাহুলের উপর শুধু পারফরম্যান্স করার চাপটা থাকবে। তিনি এ-ও জানিয়েছেন, মেন্টর হিসেবে এটা তাঁর দায়িত্ব, একই সঙ্গে সাপোর্ট স্টাফদেরও কাজ ওকে পারফরম্যান্সের উপর ফোকাস করার জন্য মোটিভেট করা, প্রাইস ট্যাগের উপর নয়। বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকার কথায়, "এটা সাপোর্ট স্টাফদের দায়িত্ব ওকে রিল্যাক্স অনুভব করানো। প্রাইস ট্যাগটা বড় বোঝা নয়, তবে পারফরম্যান্সের একটা চাপ থাকবে।"

গম্ভীর জানিয়েছে, নিলামে তাঁরা এমন ক্রিকেটারের উফর নজর রাখবেন যাঁরা সব কিছু ছেড়ে আইপিএল-এর সময়ে ফ্রাঞ্চাইজির উপরই মূল ফোকাস রাখবে। দু'বারের আইপিএল জয়ী অধিনায়কের কথায়, "আমরা এমন ক্রিকেটার খুঁজছি যারা নিজের কর্তব্যের প্রতি সৎ হবে, ফ্রাঞ্চাইজির জন্য খেলতে চাইবে এবং যে ওই দু'মাস ভারতের হয়ে খেলার কথা ভাববে না। ভারতের হয়ে খেলাটা একটা অন্য দিক, আমরা লখনউ-এর জন্য পারফরম্যান্স চাই।"

অপর দিকে, রাহুলকে দল নেতা নির্বাচন করার নেপথ্যে কী কারণ রয়েছে এবং পঞ্জাব থেকে রবি বিষ্ণইকে ড্রাফ্টিং-এ ধরে রাখার কারণ ব্যাখ্যা করেছেন লখনউ সুপার জায়েন্টস-এর কর্ণধার স়্ঞ্জীব গোয়েঙ্কা। তাঁর কথায়, "আমরা অধিনায়ক হওয়ার জন্য ওকে অফার করি। দু'পক্ষের মধ্যে আলোচনা হয় মাথা ঠান্ডা রেখে ওর আচরণ আমার বেশ ভাল লাগে। নিজের আবেগের বহিঃপ্রকাশ খুব বেশি করে না ও এবং সেটাও একটা কারণ (ওকে অধিনায়ক নির্বাচিত করার নেপথ্যে)।"বিষ্ণই প্রসঙ্গে গোয়েঙ্কার সংযোজন, "গৌতম পরামর্শ দিয়েছিল কোনও আন ক্যাপটড ক্রিকেটারকে ড্রাফ্টিং-এ রাখার বিষয়ে। বিষ্ণই একজন উইকেটসংগ্রহকারী বোলার এবং দুর্দান্ত ফিল্ডার। এটা দুর্দান্ত কম্বিনেশন।"

সোমবারই নিজেদের লোগো প্রকাশ করেছে লখনউ সুপার জায়েন্টস।পৌরাণিক পাখি গরুড়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে লোগোটি। দল যাতে মসৃণভাবে নতুন সফরে এগিয়ে চলতে পারে সেই প্রত্যাশা থেকেই বেছে নেওয়া হয়েছে গরুড়কে।

English summary
Lucknow Super giants mentor Gautam Gambhir said price tag will not be the burden for KL Rahul. This is the responsibility of supporting team to make him comfortable. But the pressure of performance will be there for rahul.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X