For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ঝুঁকি নিতে ভয় পায় না, ধোনির মেন ইন ব্লু-কে কোচিং করানোর অভিজ্ঞতা থেকে বললেন কার্স্টেন

ভারত ঝুঁকি নিতে ভয় পায় না, ধোনির মেন ইন ব্লু-কে কোচিং করানোর অভিজ্ঞতা থেকে বললেন কার্স্টেন

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক ধোনি, কোচ গ্যারি কার্স্টেন, এই কম্বিনেশনেই ২০১১ সালে ঘরের মাঠে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে ২৭৫ রানের কঠিন টার্গট তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। চলতি মাসের ২ এপ্রিল ভারতের বিশ্বকাপ জয় ৯ বছর পূর্তিতে মেন ইন ব্লুকে কোচিং করানোর অভিজ্ঞতা শেয়ার করলেন গ্যারি কার্স্টেন।

কী বললেন কার্স্টেন

কী বললেন কার্স্টেন

ক্রিকেট বিশ্বের বাকি দলগুলির থেকে ভারত কোথায় আলাদা সেটাই জানিয়েছেন গ্যারি। বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচের কথায় ,'ভারত অন্য দলের থেকে অনেক বেশি ঝুঁকি নিতে জানে। মাঠে কঠিন মুহূর্তে সাহস দেখানোর ক্ষমতা রাখে।'

ভারতের বিশ্বজয় নিয়ে গ্যারির মন্তব্য

ভারতের বিশ্বজয় নিয়ে গ্যারির মন্তব্য

৯ বছর পর স্মৃতির পাতায় ফিরে গিয়ে কার্স্টেন ভারতের বিশ্বকাপ জয় প্রসঙ্গে বলেন, 'দল হিসেবে আমরা সেবার বিশ্বকাপের একটা ম্যাচেও দুঃশ্চিন্তা করিনি। প্রতিটি ম্যাচেই চাপ ছিল। কিন্তু ক্রিকেটাররা দুঃশ্চিন্তা করেনি। প্রত্যেকে সংঘবদ্ধভাবে ক্রিকেট খেলেছে। দলে একে অন্যকে সাহায্য করেছে। কেউ না কেউ ঠিক পারফর্ম্যান্স করবে, দলের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়েছিল।'

আরও যা বললেন কার্স্টেন

আরও যা বললেন কার্স্টেন

কার্স্টেন আরও বলেন, 'ভারতীয় দলের সঙ্গে যখন কাজ করেছি। তখন দলকে দেখেছি, তারা পরিকল্পনা করে ঝুঁকি নিত। তাতেই ফলও এসেছে। ক্রিকেটাররা দলের মধ্যে নিজেদের জায়গা নিয়ে নিরাপদ ছিল, তাই তাঁরা পরিকল্পিত ঝুঁকি নিতে পারত। '

ফাইনালে ধোনির ঝুঁকি নেওয়ার গল্প

ফাইনালে ধোনির ঝুঁকি নেওয়ার গল্প

উল্লেখ্য বিশ্বকাপ ফাইনালে ধোনির ঝুঁকি নেওয়ার গল্প আজও ভারতীয় ক্রিকেটের ডেসিংরুমে মুখে মুখে প্রচলিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ২৭৫ রান তাড়া করতে নেমে সেহওয়াগ(০)-সচিনকে(১৮রান) শুরু হারিয়ে ফেলে ভারত। এরপর বিরাট সাধ্যমত চেষ্টা করলেও(৩৫রান) ভারত চাপে ছিল। সেই পরিস্থিতিতে যুবির পরিবর্তে ধোনি চার নম্বরে ব্যাটিং করার ঝুঁকি নেন। শ্রীলঙ্কার মুরলীধরনের বিরুদ্ধে যুবি এমনিতেই সমস্যায় পড়েন। সেই যুক্তিতেই মুরলী সামনে যুবিকে ঠেলে না দিয়ে উইকেট ধরে রাখতে নিজে ঝুঁকি নিয়েছিলেন ধোনি। ৯১ রান করে নটআউট থেকে ফাইনাল জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক। ফাইনালে ৯৭ রান করে অল্পের জন্য গৌতম গম্ভীর শতরান মাঠে ফেলে এসেছিলেন। ছক্কা হাঁকিয়ে ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ দিয়েছিলেন ধোনি।

English summary
Gary Kirsten says Indian team didn't shy away from taking risks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X